মহেশপুরে দলিল লেখক আলিমের বিরুদ্ধে জমি রেজিষ্ট্রীর মিথ্যা অভিযোগ
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
জমির সঠিক কাগজপত্র দাখিল করে জমি রেজিষ্ট্রী করলেও তা মিথ্যা বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভের মাধ্যমে মিথ্যা বলে প্রচার করেছে ঝিনাইদহের মহেশপুর সাব-রেজিষ্ট্রী অফিসের আব্দুল আলীম নামে এক দলিল লেখক।
দলিল লেখক ও অভিযোগ সূত্রে জানাগেছে,গত ১০ অক্টোবর দলিল লেখক মোস্তাফিজুর রহমান (লাইসেন্স নং-১৬০) এর মাধ্যমে উপজেলার বাথানগাছি গ্রামের সবদুল আলী তার পুত্র সুমন উদ্দিনের নামে বাথানগাছি মৌজার আর,এস চুড়ান্ত ১২৬৯ খতিয়ানের ৩ শতক জমি সাব-রেজিষ্ট্রী অফিসের ৭৮৮৫ নং হেবার ঘোষনাপত্র দলিল রেজিষ্ট্রী করে।
অভিযোগ সূত্রে আরো জানাগেছে,ইতিপূর্বে জমি গ্রহিতা সুমনের নিকট মিথ্যা অভিযোগকারী দলিল লেখক আব্দুল আলীম (লাইসেন্স নং-১৬০) আর,এস চুড়ান্ত খতিয়ান,খাজনা,দখিলা ও রেজিষ্ট্রী বাবদ অনেক অর্থ আদায় করেও জমি রেজিষ্ট্রী করে দেয়নি। যার কারনে সুমন দলিল লেখক মোস্তাফিজুর রহমানের নিকট সমস্ত কাগজপত্র দাখিল করে জমি রেজিষ্ট্রী করে।
জমি রেজিষ্ট্রীর সময়ও আবাদুল আলিম বাধা দেয়। জমির কাগজপত্র সঠিক থাকায় জমি রেজিষ্ট্রি অফিসার রেজিষ্ট্রী করেন। এরপর দলিল লেখক আব্দুল আলীম গ্রামে এসে প্রচার করে সবদুল আলী দাতা সেজে তার স্ত্রীর জমি পুত্র সুমনের নামে রেজিষ্ট্রি করে দিয়েছে।
এবং দলিল গ্রহীতার মাতাকে সাথে নিয়ে একজন সাংবাদিকের মাধ্যমে ফেসবুকে লাইভ ভিডিও করে ঐ দলিল মিথ্যা প্রমান করার চেষ্টা করেছে।এ ব্যাপারে অভিযোগকারী দলিল লেখক আব্দুল আলীমের নিকট জানতে চাওয়া হলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও মোবাইলে কথা হলে তিনি জানান,ভাই আমি জিনিসটা বুঝিনি ঐ মহিলা এসে নিয়ে গিয়েছিল আমি বুঝতে পারিনি ভাই।
এ ব্যাপারে দলিল লেখক মোস্তাফিজুর রহমান বলেন, আব্দুল আলীম মিথ্যা প্রচার কারে আমার সম্মান হানি করেছেন। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক বিচার চেয়ে ঐ লেখকের বিরুদ্ধে সাব-রেজিষ্ট্রীর বরাবর অভিযোগ করেছি।
এ ব্যাপারে মহেশপুর সাব রেজিষ্ট্রী অফিসার সঞ্জয় কুমার জানান,দলিলের নকল তুলে দেখলে বুঝতে পারবেন এবং যে দলিল লেখক বলেছেন দাতা সাজিয়ে অন্যের জমি রেজিষ্ট্র করেছেন তদন্ত করে প্রমানিত হলে তার বিরুদ্ধে আইনাগত ব্যাবস্থা নেওয়া হবে