মহেশপুরে পূজা মন্ডপ পরিদর্শন করলেন উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ
স্টাফ রিপোর্টারঃ
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ৫০টি মন্দিরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গা উৎসবের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।২০ অক্টোবর ষষ্ঠী পূজার মাধ্যমে প্রতি পূজা মণ্ডপে জমজমাট করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে শিবেনন্দপুর দাসপাড়া, নস্তি দাস পাড়া, নস্তি হালদার পাড়া,বুয়ালে দাস পাড়ার পূজা মন্ডপ পরিদর্শন করেছেন,উপজেলা চেয়ারম্যান মোঃময়জদ্দীন হামীদ।
পূজা মন্ডপে ঘুরে শুভেচ্ছা বিনিময় ও আর্থিক অনুদান প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ময়জদ্দীন হামীদ। এ সময় সফরসঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক বঙ্গবন্ধু ফাডন্ডেশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ মোঃ মিজানুর রহমান,মহেশপুর সরকারী ডিগ্ৰী কলেজের সাবেক সভাপতি তহিরুল ইসলাম তৌহিদ, প্রমুখ।
প্রতিবছরের মতো হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব পালন করার লক্ষে প্রতিমা তৈরির কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। মহেশপুর উপজেলায় এ বছর ৫০টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে।
এ দিকে প্রশাসনের পক্ষ থেকে গ্রাম পুলিশ, আনসার ও পুলিশ সর্বক্ষণ পাহারায় নিয়োজিত রয়েছে।