মোহাম্মদ এরশাদ বাঁশখালী প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়ন পরিষদ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে বাঁশখালী ন্যাশনাল হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্পের শুভ উদ্বোধন করেন চাম্বল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবুল হক চৌধুরী।
২১ ফেব্রুয়ারী (মঙ্গলবার) সকাল ১০ টায়
চাম্বল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবুল হক চৌধুুরী,আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাঁশখালী ন্যাশনাল হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্পের শুভ উদ্বোধন ঘোষনা করার পর ১ম রোগী হিসাবে চিকিৎসা সেবা গ্রহণ করেন।
এতে চিকিৎসাসেবা প্রদান করেন মানবিক চিকিৎসক ডাঃ আসিফুল হক, বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ দিদারুল হক সাকিব, ডাঃ অমিত দাশ, ডাঃ এস এম ইফতিয়াজ, ডাঃ জেসমিন আকতার জেসি ও আমাদের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবদুল মজিদ সোহাগ।
ফ্রি ক্যাম্প উপলক্ষে হাসপাতাল কতৃপক্ষ ফ্রি চিকিৎসা সেবার পাশাপাশি সকল প্রকার পরিক্ষার জন্যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে ২৫℅ ছাড় ঘোষণা করেন,আগামীকাল বুধবার পর্যন্ত ২৫% ছাড়ের বিষয়টি বলবৎ থাকার কথাও বলেন তাঁরা।এসময় পরিচালক,নির্বাহী পরিচালকসহ হাসপাতালের শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।