মাদকাসক্ত স্বামীকে বাঁচাতে স্ত্রীর আকুতি
সাদিকুল ইসলাম সাদিক, নীলফামারী:
নীলফামারীর সৈয়দপুরে মাদক সেবনে গুরুতর অসুস্থ স্বামীকে দুষ্টচক্রের হাত থেকে বাঁচাতে এক স্ত্রী সবার সহযোগিতা চেয়েছেন। রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ আকুতি জানান শহরের কাজীহাট এলাকার মো. মোকসুদ আলমের স্ত্রী মোছা. জনি বেগম (৪৫)।
সংবাদ সম্মেলনে জনি বেগম লিখিত বক্তব্যে বলেন, আমার স্বামী মো. মকসুদ আলম মিঠুন মাদক সেবনে গুরুতর অসুস্থ। বন্ধুত্বের সম্পর্ককে কাজে লাগিয়ে শহরের মিস্ত্রীপাড়ার হিন্দুপল্লী এলাকার অটোচার্জ গ্যারেজের মালিক মো. ওয়াসিম ও তাঁর
সহযোগী একটি অপরাধী চক্র আমার স্বামীকে প্রথমে ফ্রিতে মাদক সেবন করায়। পরে সে মাদকাসক্ত হলে তাকে ভুল বঝিয়ে আমার সোনার গহণাসহ বাড়ির মূল্যবান আসবাবপত্র বিক্রি করে মাদক সেবন করতে বলে। এতে করে আমার স্বামী আমার ওপর
অমানবিক নির্যাতন করে সবকিছু বিক্রি করে মাদক সেবন করে। ফলে সব কিছু হারিয়ে আমি এখন নিঃস্ব হয়ে পড়েছি। আমি পাঁচ সন্তান নিয়ে কোনোরকমে অনাহারে দিন কাটাচ্ছি।
এ অবস্থায় আমার স্বামীকে সুস্থ্য করার জন্য দিনাজপুরের ‘মাদক নিরাময় কেন্দ্রে’ ভর্তি করে দিই। যাতে সে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। কিন্তু তারা আমার স্বামীকে মাদক নিরাময় কেন্দ্র থেকে বের করে এনে তাদের অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা চালাচ্ছে।
তিনি আরও বলেন, ওয়াসীম আমাকে ফোন করে প্রাণনাশসহ বিভিন্ন হুমকি-ধামকি অব্যহাত রেখেছে। তার এসব কর্মকান্ডের কারণে আমি এখন ভীত ও অনাকাঙিখত আতঙ্কের মধ্যে রয়েছি। তাই ওয়াসীমের
মাদক ব্যবসা ও সেবনের আস্থানা উচ্ছেদসহ তাকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে সহযোগীত কামনা করছি।