সুমন পাল, নরসিংদীঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ জাতিসংঘ কর্তৃক স্বীকৃতি পাওয়ার পর সারা বিশ্বে এ ভাষণ নিয়ে এখন বিশ্বের নামকরা ভার্সিটি গুলোতে গবেষণা হচ্ছে।
বাংলাদেশ স্বাধীন হওয়ার পেছনে এই একটি মাত্র ভাষণ বাঙ্গালী জাতিকে একত্রিত করে পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে যুদ্ধে ঝাপিয়ে পড়তে উদ্বোধ করে। প্রতি বছর বাংলাদেশ ৭ই মার্চ দিনটি নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়।
সেই ধারাবাহিকতায় মাধবদী পৌর সভায় অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মাধবদী থানা পুলিশ। মাধবদী পৌরসভার আয়োজনে পৌর মেয়র হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক এর নেতৃত্বে
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন পৌর কাউন্সিলর, কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পুষ্পস্তবক অর্পণ শেষে পৌরসভা হল রুমে শহীদ বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সকলের আত্নার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।