মান্দায় আ’লীগে তরুণদের নজর কাড়ছে এ্যাডভোকেট নাহিদ; বিএনপিতে শিল্পপতি সোহাগ
স্টাফ রিপোর্টার ঃঃঃঃ
৪৯ নওগাঁ-৪ মান্দা আসনে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। আগামী ডিসেম্বর নাগাদ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। নওগাঁ-৪ মান্দা আসনটিকে রাজনীতির আঁকর হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে।
সে মোতাবেক সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থীরা নেতা-কর্মীদের নানা ভাবে চাঙ্গা রাখার চেষ্টা করছেন। সম্ভাব্য পদপ্রার্থীরা হলেন, আওয়ামীলীগ থেকে বর্তমান সংসদ সদস্য মুহাঃ ইমাজ উদ্দীন প্রামাণিক, আব্দুল লতিফ শেখ, এস,এম ব্রুহানি সুলতান মামুদ গামা, এ্যাডভোকেট নাহিদ মোর্শেদ বাবু, এ্যাডভোকেট আব্দুল মান্নান, এ্যাডভোকেট আব্দুল বাকী এবং অধ্যাপক আবুল কালাম আজাদের নাম শোনা যাচ্ছে। অপর দিকে বিএনপি থেকে আব্দুল মতিন, ডাঃ ইকরামুল বারী টিপু, মখলেছুর রহমান মকে এবং সাদিকুল ইসলাম সোহাগের নাম জোরেশোরে শোনা যাচ্ছে।
বর্তমান সংসদ সদস্য ইমাজ উদ্দীন প্রামাণিক দীর্ঘ দিন রাজনীতি করে আসছেন। তিনি অনেকটা বয়সের ভারে ভারাক্রান্ত। আব্দুল লতিফ শেখ বিগত জাতীয় সংসদ নির্বাচনে নৌকা পেলেও স্বতন্ত্র প্রার্থী মুহা: ইমাজ উদ্দীন প্রামাণিকের নিকট পরাজিত হন। তার পর ইমাজ প্রামাণিক পুনঃ রায় আওয়ামী লীগে যোগদান করেন। তার পর থেকে তাঁকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। বিগত উপজেলা নির্বাচনে ব্রুহানি সুলতান গামা পরাজিত হয়ে অনেকটা কোনঠাসা হয়ে পড়েন। বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান কিছু পোস্টার ও গণসংযোগের মধ্যে সীমাবদ্ধ।
সাংগঠনিক কাজ কর্ম ও মাঠ গোছানো দায়িত্ব পালন করে থাকেন মান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নাহিদ মোর্শেদ বাবু। তরুণদের সাথে তাঁর সখ্যতা রয়েছে। অপর দিকে মান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. ইকরামুল বারী টিপু গ্রুপিংয়ের কারণে একলা চলো নীতিতে চিকিৎসক হিসেবে মাঠে ময়দানে ছিলেন। পরবর্তীতে দীর্ঘ দিন দল ক্ষমতার বাহিরে থাকায় সবাই এক কাতারে আসতে বাধ্য হন।
এর মধ্যে মান্দার প্রাণ পুরুষ সাবেক সংসদ সদস্য শামসুল আলম প্রামাণিক মারা গেলে বিএনপি অনেকটা নেতৃত্বের শূন্যতা উপলব্ধি করে।বিএনপি কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য আব্দুল মতিন মাঠে ময়দানে সক্রীয় হতে থাকেন। মকলেছুর রহমান মকে উপজেলা নির্বাচনে হেরে অনেকটা নিস্ক্রিয় ছিলেন । কিছুদিন থেকে কানাডা প্রবাসী ও নওগাঁ জেলা বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক সাদিকুল ইসলাম সোহাগ লন্ডনে তারেক রহমানের সঙ্গে সাক্ষাত করে তাঁর অনুসারীদের দিয়ে মাঠে ময়দানে সরব রয়েছেন।
সর্বশেষ গত ৫ জানুয়ারি ২০১৪ সালে নির্বাচনী সহিংসতায় নিহত বাবুল কারিগরের পরিবারের সদস্যদের ভরণপোষণের দায়-দায়িত্ব এবং আওয়ামী সরকারের আমলে মিথ্যা ও হয়রানি মূলক মামলার বিষয়ে অসচ্ছলনেতা-কর্মীদের মামলার সকল খরচ বহনের ঘোষণায় আবারো আলোচনায় রয়েছেন সাদিকুল ইসলাম সোহাগ।
রাজনীতির সাথে সংশ্লিষ্ট সূত্র জানায়, বিএনপিতে তরুণদের নজর কাড়ছে নওগাঁ জেলা বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক ও তরুণ শিল্পপতি সাদিকুল ইসলাম সোহাগ এবং আওয়ামীলীগে মান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নাহিদ মোর্শেদ বাবু।