মান্দায় গলায় ফাঁস দিয়ে এক শিক্ষার্থী’র আত্মহত্যা
নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় আমিনা খাতুন (১৩) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে । ঘটনাটি ঘটেছে উপজেলার ৭ নং প্রসাদপুর ইউনিয়নের চকরাজাপুর (উত্তরপাড়া) গ্রামে।
নিহত স্কুলছাত্রী উপজেলার ৭ নং প্রসাদপুর ইউনিয়নের চকরাজাপুর (উত্তরপাড়া) গ্রামের এরশাদ আলীর মেয়ে ।
জানা গেছে, আমিনার বাবা তার মাকে তালাক দিয়ে দ্বিতীয় বিবাহ করেন। পরবর্তীতে এসব বিষয় নিয়ে পরিবারে অশান্তি লেগেই থাকত। আর সেকারণে প্রতিনিয়ত অবহেলিত হতো আমিনা ও তার ভাই। এরই এক পর্যায়ে সে একটি হাফেজিয়া মাদ্রাসায় ভর্তি হয়।
এরপর সেখান থেকে পড়াশুনা বাদ দিয়ে এসে গণেশপুর গ্রামে সে তার নানার বাড়িতে থেকে সতীহাট জি.এস বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়। সেখানে লেখাপড়া করাবস্থায় হঠাৎ করেই গত কয়েকদিন আগে সে তার নানার বাড়ি থেকে দাদার বাড়িতে আসে। সেখানে থাকাবস্থায় গভীররাতে সবার অগোচরে শয়নঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। শুক্রবার সকালে বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেন স্থানীয়রা।
এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।