মান্দায় রাস্তা নির্মাণের জের ব্যবসায়ীর জমি জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
রাজশাহী জেলা প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় রাস্তা নির্মাণের জের ধরে জোর পূর্বক জমি জবর দখলের চেষ্টা, নির্মাণাধীন প্রাচীর ভাঙ্চুর ও মারধরের প্রতিকার চেয়ে সামসুদ্দীন সরদার নামক এক ব্যবসায়ী সংবাদ সম্মেলন করেছেন।
ওই ব্যবসায়ী উপজেলার শিংগা গ্রামের শুকুর সরদারের ছেলে। সোমবার বিকেল চার ঘটিকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান সাবাইহাটে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ব্যবসায়ীর স্ত্রী তৌহিদা বেগমকে পুলিশের সামনে লাঞ্চিত করা হয়েছে বলে জানানো হয়।
সংবাদ সম্মেলন থেকে দাবী করা হয় উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের তেঁতুলিয়া (সোনারপাড়া) মৌজায় প্রবাসী এনামুল হকের স্ত্রী পারুল বিবির নেতৃত্বে এ অপকর্ম পরিচালানা করা হয়েছে।
ব্যবসায়ী সামসুদ্দীন সরদার মান্দা থানায় পারুল বিবিকে প্রধান আসামী করে ১৩ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন এএসআই মিজানুর রহমান।
মান্দা থানার অফিসার ইনচার্জ নূর-এ আলম জানান, বিষয়টি জেনে বিস্তারতি বলতে পারবো।তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মখলেছুর রহমান কামরুল জানিয়েছেন, স্থানীয় নানা জটিলতার কারণে বিষয়টির সুরাহা সম্ভব হয়নি।