ফাইজুল ইসলাম,মির্জাপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:
শীতের বিকেলে সূর্য লাল আভা যখন সবাইকে স্পষ্ট করেছে ঠিক তখনি মির্জাপুর ক্যাডেট কলেজে আন্তঃ হাউস বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা সমাপনী দিবস ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হয় ।
গত ২২ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার বিকেলে শুরু হওয়া বর্ণাঢ্য এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল মোঃ শহীনুল হক, ওএসপি, বিএসটি, এনডিসি, এইচডিএমসি, পিএসসি; জেনারেল অফিসার কমান্ডিং,৯ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার সাভার এরিয়া।
প্রধান অতিথি ক্রীড়াঙ্গনে প্রবেশের মধ্য দিয়ে সমাপনী বার্ষিক ক্রিয়া ও অন্যান্য কার্যক্রম শুরু হয়। এইবারের আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চ্যাম্পিয়ন হয় সোহরাউদ্দিন হাউস ও রানার আপ নজরুল হাউস। ছোট দলের শ্রেষ্ঠ ক্রীড়াবিদ হবার গৌরব অর্জন করে নজরুল হাউসের নবম শ্রেণীর ক্যাডেট মাঈনুল।
বড় দলের শ্রেষ্ঠ ক্রীড়াবিদ হবার গৌরব অর্জন করে সোহরাওয়ার্দী হাউজের দশম শ্রেণীর ক্যাডেট মিনহাজ। 2022 সালে বার্ষিক বিজয়ী হাউস নজরুল হাউস এবং উপ-বিজয়ী হাউস সোহরাওয়ার্দী হাউস। বর্ণাঢ্য এই আয়োজনের অংশগ্রহণ করে প্রধান অতিথির বক্তব্য মেজর জেনারেল মোহাম্মদ শহিনুল হক বলেন “জাতির পিতা পদচিহ্ন অঙ্কিত এই সবুজ ক্যাম্পাসের আপনাদের সঙ্গে সাক্ষাতেই এই অভিজ্ঞতা আমার জীবনের মূল্যবান সঞ্চয় হিসেবে বিবেচিত হবে।
আশা করছি, আমাদের ক্যাডেটরা জাতির পিতার প্রদর্শিত পথ অনুসরণ করে বিভিন্ন ক্ষেত্রে যোগ্যতার স্বাক্ষর রেখে সুন্দর ভবিষ্যৎ নির্মাণে সচেষ্টা হবে। আজকের প্রদর্শিত ক্রীড়াশৈলী দেখে আমি মুগ্ধ এবং অনুভূতি। আজকের বিজয়ী হাউজের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
এবং অন্য দুই হাউসকেও অভিনন্দন জানাচ্ছি পরিশীলিত ক্রীড়া প্রদর্শনের জন্য। মির্জাপুরীয়ানদের একটি অর্জন আমাদেরকে অনুপ্রাণিত করে।”উক্ত অনুষ্ঠানে মির্জাপুর উপজেলা ও টাঙ্গাইল জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং ৯ পদাতিক ডিভিশনের পদস্থ সামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মেজর জেনারেল মোঃ শাহিনুল হক স্মৃতিস্মারক হিসাবে কলেজের একটি বৃক্ষরোপণ করেন।১৯ডিসেম্বর ২০২২ তারিখ সকালে উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুভ উদ্বোধন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান। কলেজ প্রশাসন,অনুষদ সদস্য, সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী ও ক্যাডেটদের মধ্যে এই প্রতিযোগিতার নিয়ে দারুন উচ্ছ্বাস পরিলক্ষিত হয়েছে।
সমাপনী দিবসে দূর-দূরান্ত থেকে আগত অনেক অভাগ্যত অতিথি, অভিভাবক ও প্রাক্তন ক্যাডেট যোগদান করেন। বিউগলের সুরে পতাকা অবনমনের মধ্য দিয়ে শেষ হয় চারদিন ব্যাপী চলা বর্ণিত আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার।