ওবায়দুর রহমান, স্টাফ রিপোর্টার ঃ
গোপালগঞ্জ জেলার, মুকসুদপুর থানার ফতেপুট্রি গ্রামের জয়নাল শেখের পুত্র, জুয়েল শেখ (৪০) এক মাস যাবৎ নিখোঁজ রয়েছেন।পারিবারিক সূত্রে জানা যায়, গত দুই মাস আগে গ্রামের বাড়ি থেকে ব্যবসার উদ্দেশ্যে হবিগঞ্জ জেলার সায়েস্তাগঞ্জে গিয়ে এক মাস পর্যন্ত পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ থাকলেও ১ লা ডিসেম্বর থেকে বাড়ির সঙ্গে আর কোন যোগাযোগ করেনি। গ্রামের বাড়ি থেকে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার ব্যবহৃত ফোনটি বন্ধ পাওয়া যায়। পরিবারের সদস্যরা বারংবার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়।
জুয়েলের স্ত্রী তাসলিমা ( ৩৫) সাংবাদিকদের জানান, আমার স্বামী দুই মাস আগে ব্যবসার জন্য সায়েস্তাগঞ্জে যায়, প্রথম একমাস আমাদের সাথে যোগাযোগ রাখলেও ১ লা ডিসেম্বর ২০২২ইং থেকে আমাদের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। আমরা মোবাইল ফোনে যোগাযোগ করলেও ফোনটি বন্ধ পাই। আমার চারটি সন্তান নিয়ে সরকারি দেওয়া ফতেপুট্রি গুচ্ছগ্রামে একটি ঘর নিয়ে আমি বসবাস করে আসছি, অভাবের সংসার বর্তমানে টাকা পয়সার অভাবে ছেলে মেয়েদের স্কুলে পাঠাইতে পারি না। ওর বাবার নিখোঁজের সংবাদ শুনে ওরা বাবা বাবা বলে সারাক্ষণ কান্নাকাটি করে। এখন আমাদের পরিবারের সমস্ত সদস্যরা অভুক্ত ও হতাশার মধ্যে দিয়ে দিন যাপন করতেছি। আমার দেবর উজ্জ্বল শেখ( ২৭) ( মোবাইল নং ০১৩১৮৭৯২৭৮৯) ডিসেম্বরের ০৬-১২-২০২২ ইং হবিগঞ্জ জেলার সায়েস্তাগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন যার জিডি নং ৩০৫। আমরা প্রশাসন সহ সর্বস্তরের মানুষের কাছে অনুরোধ রইল আমি যেন যেকোনো উপায়ে আমার স্বামীকে খুঁজে পাই। সবাই আমাকে একটু সহযোগিতা করবেন।
এ বিষয়ে সায়েস্তাগঞ্জ থানার এস,আই,সঞ্জিত চন্দ্রনাথ বলেন, জুয়েল শেখের ভাই উজ্জ্বল শেখ গত ০৬-১২-২০২২ ইং তারিখ আমাদের থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন, এটা আমরা পেয়েছি এবং তদন্ত করেছি কিন্তু উনার ভাই জুয়েল শেখ কোথায় থাকতো, কার সাথে ঘুরতো, কি ব্যবসা করতো আমাদেরকে কোন তথ্যই দিতে পারেনি। তারপরও আমরা চেষ্টা করে যাচ্ছি, মোবাইলে যোগাযোগ করছি কিন্তু মোবাইলটি বন্ধ পাচ্ছি। তাকে খুঁজে পাওয়ার জন্য আমাদের চেষ্টা অব্যাহতি রয়েছে।