মুজিব বর্ষের ঘর হস্তান্তর উপলক্ষে কর্মরত সাংবাদিকদের সাথে নির্বাহী অফিসারের প্রেস ব্রিফিং.
বাবলু মিয়া. কোটচাঁদপুর, ঝিনাইদা:
হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মুজিব বর্ষের উপহার হিসেবে দেওয়া আশ্রয় প্রকল্পের ঘরের চতুর্থ পর্যায়ে অসহায় ও
ভুমিহীন মানুষের মাঝে আগামী ২২ মার্চ ঘর হস্তান্তর উপলক্ষে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেছেন। উপজেলার নবাগত নির্বাহী অফিসার উছেন মে(২০ই-মার্চ)সোমবার সকালে নির্বাহী অফিসারে কক্ষে এ প্রেস
ব্রিফিং করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি নিরুপমা রায়,মানবজমিন প্রতিনিধি নজরুল ইসলাম,কালের কন্ঠ প্রতিনিধি কাজী এনাম আহাম্মদ মৃদুল,বীর জনতা ও গড়ব বাংলাদেশ প্রতিনিধি আব্দুল্লাহ
বাশার,ভোরের দর্পন প্রতিনিধি আনোয়ার জাহিদ জামান,আজকের পত্রিকা প্রতিনিধি সুব্রত কুমার,আমার সংবাদ প্রতিনিধি মঈন উদ্দিন খান,আমাদের সময় প্রতিনিধি আব্দুর রউফ প্রমুখ। সে সময় নির্বাহী অফিসার তার পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের সকল সহযোগিতা কামনা করেন।