সামাদ হাওলাদার,মুন্সিগঞ্জ:
০১/০২/২০২৩ – ইংরেজি বুধবার
সকাল ৮ ঘটিকায় লৌহজং বেজগাঁও ২ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে একটি ব্যাটারি চালিত অটো রিস্কা এক্সিডেন্ট করে রাস্তার ধারের পুষ্কুমিতে পড়ে যায় এতে আহত হয় অটো
রিক্সা চালক সহ পাঁচজন অটো রিস্কাটি রং সাইড দিয়ে যাওয়ার সময় হঠাৎ গাড়ি চালকে শরীর অসুস্থ অবস্থায় দেখা যায়, জানা যায় গাড়ি চালক মাদকাসক্ত প্রায় সময় সে নাকি মাদক সেবন করে এই মাদকের সেবনের কারণে সকাল বেলা গাড়ি চালানোর সময় শারীরিক অসুস্থ হয়ে পড়ে
গাড়িচালক সুরুজ মিয়া নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ফেলে দেয় অটো রিস্কা, অটো রিস্কা মধ্যে থাকা ইস্কুলের ছাত্রীরা জানাই অটো রিস্কাটি সম্পূর্ণ রং সাইড দিয়ে চালাচ্ছিল সুরুজ মিয়া, আহত সকলে পাইলট গার্লস বালিকা উচ্চ বিদ্যালয় এবং পাইলট স্কুলের ছাত্র-ছাত্রী ছিলেন ১/সিনথিয়া দশম শ্রেণী
বয়স (১৭) বাবার নাম মোশারফ শেখ লৌহজং বেজগাঁও ৩৬ গ্রামের বাসিন্দা ২/সাদিয়া ইসলাম বয়স (১৭) দশম শ্রেণীর ছাত্রী সেও বেজগাও ছএিশ গ্রামবাসী ৩/লামিয়া ইসলাম দীপ্তি বয়স ( ১৬) দশম শ্রেণীর ছাত্রী বাবার নাম দ্বীন ইসলাম সেও লৌহজং বেজগাঁও ছত্রিশ গ্রামবাসী, ৪/
সালমান বয়স (১৬) নিউ টেনের ছাত্র, তার পায়ের উপর দিয়ে অটো রিক্সাটি খাদে পড়ে যায় এবং গুরুতর আহত হয় এক্সিডেন্টে তিনজন ছাত্রী সবারই মাথা গলা হাত পা কেটে গেছে এবং অটো রিক্সা চালক সুরুজ মিয়া গুরুতর আহত হয়ে লৌহজং স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি রয়েছে অটো
রিক্সাটি পানি থেকে উঠানো হয়েছে বলে জানা গেছে আরো জানা গেছে বেজগাঁও ছএিশ অনেক জায়গায় তারা মাদক সেবন করে এবং বসে জুয়া খেলে লুডু খেলে বেজগাঁও বাজারে বিভিন্ন চায়ের দোকানে এবং ঈদগাহ মাঠে বসে লুডু জুয়া খেলে এলাকার অনেকে জানিয়েছে ব্যাটারি চালিত
অটো রিক্সা চালকরা অনেকেই মাদকের সাথে জড়িত এবং মাদক সেবন করে, এলাকার কিছু প্রভাবশালীর ছেলেরা এই মাদকের সাথে জড়িত বলে অটো রিক্সা চালকদের কে দিয়ে মাদক আনে এবং সেবন করে বলে জানা গেছে