সামাদ হাওলাদার, লৌহজং,মুন্সিগঞ্জ:
১৬ ফেব্রুয়ারি ২০২৩ ইং, ৩,রা ফাল্গুন,১৪২৯, বাংলা, ২৪ রজব ১৪৪৪, হিজরী,রোজ বৃহস্পতিবার স্তন গাওদিয়া ইউনিয়ন লৌহজং মুন্সিগঞ্জ, স্থান গাউদিয়া আবজালিয়া খানকা শরীফ ৪১তম/ওয়াজ ও দোয়া মাহফিল, শুরু হয় বাদ আসর শেষ হবে ফজরের আযানের আগে
ওয়াজ ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করবেন, পীরে কামেল আশিকে রাসুল আল্লামা আলহাজ্ব হযরত মাওলানা, আফজাল আহমেদ ( মাঃ জিঃ রাঃ) আল কুরাইশী সিদ্দিকী জৈনপুরী সাহেব,
আরো উপস্থিত থাকবেন পীর সাহেব হুজুরের বড় এবং মেজ ও ছোট সাহেব জাদাগণ এবং আরো দেশ বরেণ্য ওলামায় কেরাম তাশরীফ আনিবেন, উক্ত ওয়াজ ও দোয়া মাহফিলে জিগিরের সাথে দলে দলে যোগদান করিয়া দোজাহানের অশেষ রহমত হাসিল করুন ,
৪১ তম ওয়াজ উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন স্থানথেকেহাজার হাজার ভক্তগণ ওয়াজ মাহফিলেদোয়ায় শামিল হওয়ার জন্য এবং হুজুরের সাথে দেখা করার জন্য আসিতেছে কোরআন সুন্নাহ মোতাবেক হুজুরের আলোচনা, আরো উপস্থিত ছিলেন লৌহজং উপজেলার সাধারণ সম্পাদক
আলহাজ্ব রশিদ শিকদার, আরো উপস্থিত ছিলেন গাওদিয়া ইউনিয়নের চেয়ারম্যান শহিদ ফকির, এবং মেম্বার তোমার ঢালী, সাবেক মেম্বার সিরাজ বেপারী এবং গাওদিয়া ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে