সামাদ হাওলাদার, মুন্সিগঞ্জ লৌহজং
মুন্সিগঞ্জ লৌহজং গাওদিয়া ইউনিয়ন দুর্নীতি অভিযোগ উঠেছে এলজিডি প্রকল্পের কাজের উপরে কাজটি করতেছে এক কন্টাকটার নাম ইব্রাহিম অভিযোগটি রাস্তা প্রতিরোধের ওয়াল
গাওদিয়া ইউনিয়নের এলাকাবাসী জানায় এক কন্টাক্টার এলজিডির কাজ করছে রাস্তা ভাঙ্গনের প্রতিরোধ ওয়াল ইটের মান সর্বনিম্ন এবং পিলার সর্বনিম্ন দিয়ে কাজ করছে মেইন কন্টাকটার ছিলনা সাব কন্টাকটার ইব্রাহিম সেও কাজের
সাইডে উপস্থিত ছিল না। লেবারের কাছ থেকে মুঠ ফোনের নাম্বার নিয়ে ফোন করলে জানায় আমি অনেক দূরে আছি ।সাব কন্টাকটারের নাম ইব্রাহিমকে জিজ্ঞেস করলে বলে মেইন কন্টাকটার আসতে পারবে না কাজের কথা জিজ্ঞেস করলে সে বলে মেইন কন্টাকটার ইট বালু সিমেন্ট এনে দিয়েছে ।
আরো জিজ্ঞেস করলে বলে আমাদের এগুলো দিয়ে কাজ শেষ করতে হবে কাজের পরিমাণ গুলতুলি বাজার হইতে গাওদিয়া বাজার পর্যন্ত জায়গায় জায়গায় রাস্তা ভাঙ্গনের প্রতিরোধ ওয়াল পরিমাণ ৮০ থেকে ১০০ ফুটমেইন কন্টাকটারের নাম্বার চাইলে দিতে অস্বীকার করে
গাওদিয়া ইউনিয়নবাসী গাওদিয়া স্কুলের সামনে খাদের কাজ বন্ধ করে দিয়েছে পিলার গুলি সম্পূর্ণ দুই নম্বর এবং ইট তাই, এলাকাবাসী লেবাদের কাজ বন্ধ করে দিয়েছে এবং আরো জিজ্ঞেস করা হয় ওয়াল করার সময় সিমেন্টের পরিমাণ ৫ এম এম দিয়ে ইটের উপর ইট বসানো হচ্ছে।