স্টাফ রিপোর্টার:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ভারী শিল্প প্রতিষ্ঠান মোবারকগঞ্জ চিনিকলের মোবারকগঞ্জ চিনিকল মাধ্যমিক বিদ্যালয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মহড়া অনুষ্ঠিত হয়েছে। ১৭ নভেম্বর,২২ বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত এ মহড়া অনুষ্ঠিত হয়।
সাধারণ জনগণকে দুর্ঘটনা থেকে বাঁচাতে ও আগুন নেভানোর প্রশিক্ষণের জন্য উপযুক্ত স্থান হলো শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়ে এ মহড়া অনুষ্ঠানের মাধ্যমে প্রত্যেকটি পরিবারকে সচেতন করা যায়।
তারে ধারাবাহিকতায় এ মহড়ায় আগুন নেভানো এবং দুর্ঘটনা থেকে কি করে বাঁচতে হবে, কি করে দ্রুত আগুন নেভাতে হবে এ সকল প্রশিক্ষণ দেওয়া হয়।গ্যাস সিলিন্ডারে আগুন ধরিয়ে কয়েকজন শিক্ষক এবং ছাত্রছাত্রী আগুন নেভানোর প্রশিক্ষণে অংশগ্রহণ করে।
আগুন নেভানোর কাজে ছাত্রছাত্রীদের মধ্য থেকে অংশগ্রহণ করে মাহিম শাহরিয়ার জুনায়েদ আহমেদ শিক্ষকদের মধ্যে জিয়াউর রহমান, মাসুমুর রহমান।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জিয়াউর রহমান জানান, কালীগঞ্জের ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অত্যন্ত দ্রুততার সহিত কাজ করে। তার বাস্তব জীবনের একটি দুর্ঘটনার উদাহরণ তিনি দেন।
বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব শহীদুল আলম জানান, ফায়ার সার্ভিস আমাদের জন্য অনেক উন্নত কাজ করে। তারা যেকোনো জায়গায় আগুন ধরলে এবং দুর্ঘটনা ঘটলে সাথে সাথে এগিয়ে যায়।
মহড়াটি পরিচালনা করেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ।মহড়া শেষে ছাত্রছাত্রীদের প্রতিটি সরঞ্জাম ও যন্ত্রপাতি সম্পর্কে ধারণা দেওয়া এবং পরিচিতি প্রদান করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ।