যশোর-১ শার্শা আসনে ৬ এমপি প্রার্থীর মধ্যে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
জসিম উদ্দিন, নিজস্ব প্রতিবেদক :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ শার্শা আসনে ৬ প্রার্থীর মধ্যে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
যাচাই-বাছায়ের শেষ সময় রবিবার (০৩ ডিসেম্বর) বিকেল পর্যন্ত এসব মনোনয়নপত্র বাতিল করা হয়।
৬ জন এমপি পদ প্রার্থীর মধ্যে দুই স্বতন্ত্র প্রার্থীসহ জাকের পার্টির এক প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের ঘোষনা করেন রিটার্নিং কর্মকর্তা।
জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই কার্যক্রম অনুষ্ঠানে সাংবাদিকদের এ তথ্য জানান জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আরাউল হাছান মজুমদার।
যাচাই বাছাই শেষে স্বতন্ত্র প্রার্থী সোহরাব হোসেন, নাজমুল হাসান ও জাকের পার্টির আক্তারু জ্জামানের মনোনয়নপত্র বাতিল করা হয়।
অন্যদিকে, আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী আলহাজ্ব শেখ আফিল উদ্দিন,স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বেনাপোলের সাবেক পৌর মেয়র আশরাফুল আলম লিটন,জাতীয় ও পার্টির সবুর খানের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষনা করা হয়।








