রংপুরর ডিআইজি’র সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা ও আইন শৃঙ্খলাসভা অনুষ্ঠিত
মাটি মামুন রংপুর:
১০ এপ্রিল ২০২৩ সোমবার সকালে রেঞ্জ ডিআইজি’র সম্মেলন কক্ষে ডিআইজি, বাংলাদেশ পুলিশ, রংপুর রেঞ্জ, রংপুর মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম সভাপতিত্বে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই ডিআইজি রংপুর রেঞ্জ উপস্থিত সকলকে পবিত্র মাহে রমজান এর শুভেচ্ছা জানিয়ে সভার কাজ শুরু করেন।
অতঃপর মার্চ/২০২৩ খ্রিঃ মাসের রংপুর রেঞ্জে সংঘটিত বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড এবং
এ সংক্রান্তে জেলা পুলিশের গৃহীত পদক্ষেপসমূহ পর্যালোচনার নিমিত্তে জেলা পুলিশ সুপার’গণকে তাদের কার্যক্রমসমূহ তুলে ধরার আহবান জানান।
এছাড়াও সভায় অত্র রেঞ্জে কর্মরত সকল স্তরের পুলিশ সদস্যদের মধ্যে কর্মস্পৃহা ও কর্মচাঞ্চল্য বাড়ানোর লক্ষ্যে ফেব্রুয়ারি/২৩ মাসে অত্র রেঞ্জের বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ কর্মকান্ডের জন্য শ্রেষ্ঠ
কর্মকর্তা হিসেবে নির্বাচন করেন এবং পুরস্কার বিতরণের ব্যবস্থা গ্রহণ করেন ডিআইজি, বাংলাদেশ পুলিশ, রংপুর রেঞ্জ, রংপুর।
বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের মধ্যে মার্চ ২০২৩ মাসে শ্রেষ্ঠ জেলা হিসেবে ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর হোসেন নির্বাচিত হন।
শ্রেষ্ঠ এএসআই মোঃ আখতারুজ্জামান মন্ডল পলাশ, এএসআই, ডোমার থানা, নীলফামার।
শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারি অফিসার মোঃ শাহীন মিয়া, এএসআই, মিঠাপুকুর থানা, রংপুর।
শ্রেষ্ঠ বিট অফিসার মোঃ মমতাছের হাসান মাসুম, এসআই, বিট নং-০৪, তারাগঞ্জ থানা, রংপুর।শ্রেষ্ঠ এসআই মোঃ ইব্রাহিম খলিল, এসআই, ফুলবাড়ী থানা, কুড়িগ্রাম।
শ্রেষ্ঠ সার্জেন্ট মোঃ মাসুদ হাসান, সার্জেন্ট, ট্রাফিক শাখা, ঠাকুরগাঁও।
শ্রেষ্ঠ থানা মোঃ ইজার উদ্দিন, অফিসার
ইনচার্জ, গোবিন্দগঞ্জ থানা, গাইবান্ধা।
শ্রেষ্ঠ সার্কেল মোঃ মহিবুল ইসলাম, অতিঃ পুলিশ সুপার, উলিপুর সাকের্ল, কুড়িগ্রাম।
শ্রেষ্ঠ ডিএসবি মোঃ মোখলেছুর রহমান, পুলিশ পরিদর্শক(নিরস্ত্র), ডিএসবি, গাইবান্ধা।
শ্রেষ্ঠ কোর্ট মোঃ রাজ্জাকুল ইসলাম, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), সদর কোর্ট, দিনাজপুর।
শ্রেষ্ঠ ট্রাফিক ইউনিট মোঃ আমজাত হোসেন, পুলিশ পরিদর্শক (শহর ও যানবহন) ট্রাফিক শাখা, ঠাকুরগাঁও।
বিশেষ পুরস্কার হিসেবে নির্বাচিত হন-
শেখ মোঃ জিন্নাহ আল মামুন, অতিঃ পুলিশ সুপার, সদর সার্কেল, দিনাজপুর। মোঃ পবিত্র কুমার, পুলিশ পরিদর্শ, সাদুল্যাপুর থানা, গাইবান্ধা।
মোঃ নবীউল ইসলাম, এসআই, জেলা গোয়েন্দা শাখা, ঠাকুরগাঁও। মোঃ জাহাঙ্গীর আলম, এসআই, মেডিকেল শাখা, আরআরএফ, রংপুর।মোঃ আব্দুল করিম, এসআই, মেডিকেল শাখা, আরআরএফ, রংপুর।
এসময় উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জ অফিসে কর্মরত অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) এ এফ এম আনজুমান কালাম; অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজম্যান্ট) মোঃ মিজানৃুর রহমান পিপিএম (বার);
অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্) এস এম রশিদুল হক পিপিএম; কমান্ডেন্ট (অতিরিক্ত ডিআইজি) আরএফ, রংপুর এস.এম আশরাফুজ্জামান; পুলিশ সুপার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) মোঃ
আব্দুল লতিফ; পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড ক্রাইম অ্যানালাইসিস) মোঃ আকতার হোসেন; পুলিশ সুপার (ট্রাফিক অ্যান্ড অপারেশনস) মোঃ হুমায়ূন কবির; অতিরিক্ত
পুলিশ সুপার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) মোঃ রেজিনুর রহমান; সহকারি পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি) রাফে সামদান হুসাইন মোঃ আদেল প্রমুখ।