রংপুরে ধান ক্ষেত বাঁচাতে সংঘর্ষ,আহত-৭ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আশংকাজনক ৪
মাটি মামুন রংপুর।
রংপুর নগরীর ১৩ নং ওয়ার্ড পূর্ব পীরজাবাদ এলাকায় ধান ক্ষেত বাাঁচাতে আহত হন একই পরিবারের সাত জন।
ধান ক্ষেতে পানি বন্ধ রেখে,জমি দখল করে মালিকানার দাবী ভূমিদস্যুদের,এমন অভিযোগ করেন মালিক পক্ষ।
গত রবিবার (২৭) শে মার্চ আনুমানিক দুপুরে ধান ক্ষেতে পানি দিতে গেলে রংপুর নগরীর (১৩) নং ওয়ার্ড পূর্ব পীরজাবাদের স্থানীয় বাসিন্দা মঞ্জুরুলের গুন্ডাবাহিনী অতর্কিত সন্ত্রাসী হামলা চালায় চার যূগ ধরে ভোগদখল করা পরিবারের উপর।
ভুক্তভোগীর পক্ষে মুক্তার অভিযোগ চার যুগ ধরে আমরা এই জমি চাষাবাদ করে আসছি,এবার ইরি ধান রোপন করার পর থেকেই তারা জোর পূর্বক দখল করার অপচেষ্টা চালাচ্ছে,এমনকি ক্ষেতে পানি দিতেও দিচ্ছেনা তারা।
মুক্তা আরও জানান, আমার পরিবারের সাত জন পুরুষেই গুরুতর আহত হলেও, চিকিৎসার জন্য হাসপাতালে নিতে দুইটি এম্বুলেন্স ফিরিয়ে দেয় মন্জুরুলের পরিবার ও তার সন্ত্রাসী বাহিনীরা,ভূমিদস্যু মন্জুরুল প্রভাবশালী হওয়ায় প্রশাসন নিজের পকেটে ভাবে।
তবে এ ঘটনায় (১৭) জনকে আসামি করে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়, এখন পর্যন্ত কোন আসামি ধরা পরেনি,এদিকে প্রভাবশালী ভূমিদস্যু মন্জুরুল পুলিশি মামলা তুলে নিতে হুমকি দিচ্ছেন ভুক্তভোগী পরিবারকে,আবারও হামলার ভয়ে সপরিবারে বাড়ি ছাড়া।
ভুক্তভোগীর পরিবারের সদস্য খোতেজা বেগম বলেন, প্রায় চার যুগ থেকে আবাদি ফসলি জমিটি দখল ভোগ করে আসছি আমরা , কিন্তু এবছর ইরিধান রোপনের পর থেকেই। পানি বন্ধ করে রাখছেন জমির মালিকানার দাবিতে, একই পরিবারের শক্তিশালী ভূমিদস্যুরা। এ বিষয়ে (৭ই) এপ্রিল স্থানীয় ভাবে বসে সমাধানের কথা থাকলেও, ফসল নষ্ট হওয়ায় ধান ক্ষেতে পানি দিতে যাওয়ায় অতর্কিত হামলার শিকার হয়েছি সপরিবারে।
স্থানীয় নিকটতম আত্মীয় আব্দুল জলিল জানায়, একটি পরিবারের ছয় মাসের খাদ্যের ফসলি জমি বাঁচাতে, পানি দিতে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে। একই পরিবারের প্রভাবশালী ভূমিদস্যু মন্জুরুলের পরিবার ও তার সন্ত্রাসী বাহিনীর হামলার শিকারে, সাত জন চিকিৎসাধীন রয়েছে তার মধ্যে চারজন গুরুতর অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে।
যেখানে বাংলাদেশ সরকার এক ইঞ্চি জমি খালি রাখতে নিষেধ করেছেন সেখানে প্রায় ৪৫ শতাংশ জমিতে ইরিধান চাষ করেও তা ভূমিদস্যু মন্জুরুলের ভয়ে পানিসেচ বন্ধ রাখতে হচ্ছে ভুক্তভোগীদের,এতে নষ্ট হচ্ছে ধান ক্ষেত এবং একটি পরিবার ক্ষতিগ্রস্থ্য সহ বঞ্চিত হচ্ছে ছয় মাসের খাবার থেকে,জীবন জীবিকার তাগিদে ফসল বাঁচাতে পানি দিতে যাওয়ায় মধ্যযুগীয় কায়দায় সন্ত্রাসী হামলার শিকার হয়েছে(০৭) জন তার মধ্যে (০৪) জন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে রমেক হাসপাতালে, প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসী হামলার শিকার একই পরিবারের নারী ও পুরুষ এবং রক্ষা পায়নি মায়ের কোলে থাকা শিশু পর্যন্ত।
এদিকে (১৩) নং ওয়ার্ড কাউন্সিলর ফজলে এলাহি ফুলু জানান, তিনি ঘটনা ঘটনাস্থলে গিয়ে পুলিশের সহযোগিতায় গুরুতর আহত ভুক্তভোগীদের অটোযোগে চিকিৎসার জন্য রমেক হাসপাতালে পাঠান।
এদিকে স্থানীয় সূত্রে জানা যায় জমি জমার পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় বাসীন্দা বেশ কয়েক জন সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়,ঘটনাস্থলে জনসাধারণের ফোনের তোলা ভিডিও ভাইরাল হয়েছে বলেও মন্তব্য করেন
এলাকাবাসী।