স্টাফ রিপোর্টারঃ
যুক্তির মিছিলে ভাঙি, মগজের কারফিউ,এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেগম রোকেয়া ডিবেটিং সোসাইটির আয়োজনে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৪র্থ আন্তঃ বিভাগ বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২২ ফেব্রুয়ারী বুধবার বিকেলে বিশ্ব বিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত আন্তঃ বিভাগ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ আই এম বিভাগের সহযোগী অধ্যাপক উমর ফারুক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ মোঃ হাসিবুর রশিদ ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ব বিদ্যালয়ের ডিন কলা অনুষদ বিভাগের অধ্যাপক ডঃ তুহিন ওয়াদুদ, আর,ডি আর এস বাংলাদেশ এর উন্নয়ন কর্মসূচির পরিচালক
মুহাম্মদ আঃ সামাদ।
এসময় রংপুর বেগম রোকেয়া বিশ্ব বিদ্যালয়ের, অধ্যাপক ও সহযোগী অধ্যাপক ছাড়াও প্রশাসনিক কর্মকর্তা এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিতর্ক প্রতিযোগিতায় শেষে পক্ষ এবং বিপক্ষ দলের প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।