স্টাফ রিপোর্টার
রংপুরে ভুয়া তথ্য-সম্প্রচার ও মিথ্যা মামলা প্রত্যাহারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন, হাজিরহাট মেট্রোপলিটন থানার পূর্ব বিন্নাটারি গ্রামের এক ভুক্তভোগী পরিবার।
শনিবার বিকেলে ভুক্তভোগী রোজী সংবাদ সম্মেলনে জানায়,গত (২৭) শে ফেব্রুয়ারি ভুয়া আইপি ফেজবুক ৭১ বাংলা টিভিতে “সিদ্দিকের পরিবার এখন রংপুর হাসপাতলে”এই শিরোনামে রংপুর হাজিরহাট মেট্রোপলিটন থানা এলাকায় সংঘটিত একটি মামলার বিষয়ে বিভিন্ন
গণমাধ্যমে ভুয়া সংবাদ সম্প্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে সঙ্গে হাজিরহাট থানায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করেন।এসময় ভুক্তভোগীর পরিবার সংবাদ সম্মেলনে সাংবাদিকদের আরও জানায়, ভুয়া ফেসবুক আইপি ৭১বাংলাটিভিতে সম্প্রচারিত তথ্য
সম্পূর্ণরূপে মিথ্যা ও বানোয়াট ও শিরোনামের বিপরীতে মাদকদ্রব্য সংশ্লিষ্ট বিষয় সম্প্রচার করা হয়েছে এবং ২৩ ফেব্রুয়ারী২৪ইং তারিখে অভিযুক্ত পরিবারের পক্ষে মামলা না নিয়ে উল্টো মীমাংসার কথা বলে বিপক্ষে মামলা নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন এবং রংপুর সিটি
কর্পোরেশনের ১১ নং ওয়ার্ড কাউন্সিলর ওয়াজেদুল আরেফিন মিলনের বিরুদ্ধে মোটা অঙ্কের অর্থ বিনিময়ে মামলা করে দেওয়ার অভিযোগের সত্যতারও খোঁজ পাওয়া যায়। ভুক্তভোগী রোজী আরও জানায়,এই মিথ্যা সম্প্রচারের ফলে, আমরা পারিবারিক ও
সামাজিক ভাবে হেয় প্রতিপন্নসহ আমাদের চলার পথে মান-সম্মানের অবক্ষয় ঘটেছে এই সম্প্রচারের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। পারিবারিক পূর্ব শত্রুতার জের ধরে ও প্রভাবশালী ক্ষমতা ব্যবহারের মাধ্যমে মিথ্যা সাজানো মামলায় আমার স্বামী চপল সহ ৮
জনের বিরুদ্ধে রংপুর হাজিরহাট মেট্রোপলিটন থানায় গত ২ফেব্রুয়ারী২৩ ইং তারিখে শ্রীলতাহানি,চুড়ি,হত্যাসহ হুকমি-ধামকির একটি মামলা দায়ের করে প্রতিপক্ষ মনজু মিয়া। আমি চপলের সহধর্মিণী হিসেবে হাজিরহাট থানা কর্মকর্তা,সাংবাদিকসহ সংশ্লিষ্টদের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাই।