রংপুর নগরীর চব্বিশ হাজারী এলাকায় ছাগল ধান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ আহত ৩ র,মে,কে ভর্তি
মাটি মামুন রংপুর।
রংপুর সিটি কর্পোরেশন ৬ নং ওয়ার্ডের চব্বিশ হাজারী এলাকায় একদল ছাগল ধান খাওয়া কে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে।এ ঘটনায় আহত ৩ জন কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডি ভর্তি করা হয়।
নগরীর এলাকায় চব্বিশ হাজারী এলাকার চেংরু রায় এর পুত্রগোপিন রায়ের(৭০) এর আবাদি জমিতে গত ৩ এপ্রিল (সোমবার) বিকাল ৪ টার দিকে একদল ছাগল ধান খেতে নামে। বৃদ্ধ গোপিন রায় ছাগলের ধান খাওয়া দেখে রাগান্বিত হয়ে বকাবকি করে ছাগলের দলকে তারিয়ে দিয়ে নিজ বাড়িতে চলে যায়।
এর কিছুক্ষণ পড়ে বৃদ্ধ গোপিন রায় তার নিজের গরুর খাদ্য সংগ্রহের জন্য বাড়ির পাশে ঐ ক্ষেতের ধারে ঘাস কাটতে শুরু করে।সে সময় একই এলাকার নগেন রায় ও গ্রীন রায়ের নেতৃত্বে প্রায় ১০/১২ জন দেশিও অস্ত্র, বাঁশের লাঠি, লোহার পাইপ,ও রোড দিয়ে এলোপাতাড়ি মারডাং শুরু করে।
এতে বৃদ্ধ গোপিন রায়ের বাম পাঁয়ের হাটুর নিচে রক্তাক্ত জখম ও ডান পাঁয়ের হাঁটুর নিচে ভেংগে যায়।বৃদ্ধ গোপিন রায় বাঁচাও বাঁচাও বলে চিৎকার করিতে থাকিলে বাড়ি থেকে তার স্ত্রী নালো বাল রায় (৬০) এগিয়ে আসলে তাকেও বেধড়ক মারপিট করে।
গোপিন রায় জ্ঞান হারিয়ে ফেললে তারা মৃত্যু ভেবে পালিয়ে যায়।এসময় অত্রএলাকার মংলু রায় সহ কয়েকজন গোপিন রায়কে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
ডাক্তার প্রাথমিক চিকিৎসা দেবার সময় গোপিন রায়ের বা পাঁয়ের ক্ষত স্থানে পাঁচটি শিলাই দিয়ে ও ডান পায়ের হাটুর নিচে ভাংগা দেখতে পেয়ে পুরুষ সার্জারী ওয়ার্ড-১৫ ইউনিট ২ ও ৩ এ পাঠিয়ে দেন।
বর্তমানে বৃদ্ধ গোপিন রায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারীর ১৫ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আছেন।নগরীর চব্বিশ হাজারী এলাকার গোপিন রায়ের(৭০), পিতা চেংরু রায় আবাদি জমিতে
৩/৪/২৩ (চব্বিশ হাজারী এলাকায় ছাগল ধান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ আহত ৩.এ রিপোর্ট লেখা অবদি এখনো থানায় অভিযোগ বা মামলা করেননি।