রংপুর-লালমনিরহাট সড়ক এস কে এস বাজারে ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ী কে আটক করেন র্যাব
মাটি মামুন রংপুর।
গতকাল ২৮ এপ্রিল শুক্রবার ২০২৩, সিপিএসসি, র্যাব-১৩,এর একটি চৌকস দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, লালমনিরহাট হতে রংপুরগামী একটি ইজিবাইকে কতিপয় মাদক ব্যবসায়ী গাড়ির
ভিতরে কৌশল অবলম্বন করে মাদক ফেন্সিডিল বহন করে নিয়ে যাচ্ছে।
উক্ত তথ্যের ভিত্তিতে ইজিবাইক সনাক্ত করণের লক্ষ্যে সিপিএসসি, র্যাব-১৩, রংপুর এর একটি চৌকস আভিযানিক দল তৎপর হয়।
পরবর্তীতে মাদক বহনকারী ইজিবাইকটি সনাক্ত হলে আভিযানিক দল লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার রুদ্রেশ্বর গ্রামের এস কে এস বাজারে মাদক বহনকারীর ইজিবাইকে তল্লাশি চালিয়ে চালকের সিটের
নিচ থেকে ০১টি বস্তার ভিতর থেকে ৯৪ বোতল ফেন্সিডিলসহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ী কে আটক করেন র্যাব-১৩।
আটককৃত রা হোলেন, লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানা ধিন সাকাতি নামক গ্রামের মেহের আলীর পুত্র ১।বারেক( ২৪)
২। মনিরুদ্দিনের পুত্র সালাম (৬০) কে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা ইজিবাইক চালানোর আড়ালে মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে।তাদের সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনার জন্য র্যাবের কার্য্ক্রম অব্যাহত রয়েছে।
সিপিএসসি, র্যাব-১৩, রংপুর কর্তৃক লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানায় একটি নিয়মিত মাদক মামলা রজু করা হয়েছে।উক্ত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।