
সৈয়দ ওবায়দুর রহমান:ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫:
রাজধানীর মাইলস্টোন স্কুলে সংঘটিত বিমান দুর্ঘটনার ঘটনায় গঠিত তদন্ত কমিটি আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে তাদের তদন্ত প্রতিবেদন পেশ করেছে।
তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত সচিব মো. আবদুল কাদেরের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার হাতে প্রতিবেদনটি হস্তান্তর করেন। এ সময় প্রধান উপদেষ্টা দুর্ঘটনার কারণ ও প্রতিরোধমূলক সুপারিশসমূহ মনোযোগ দিয়ে শোনেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেন।
প্রধান উপদেষ্টা বলেন, এ ধরনের দুর্ঘটনা পুনরাবৃত্তি রোধে আন্তর্জাতিক মান বজায় রেখে বিমান চলাচল নিরাপত্তা জোরদার করতে হবে। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
সভায় মন্ত্রিপরিষদ সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।







