হাফিজুর রহমান,স্টাফ রিপোর্টার:
ঘটনাটি ঘটেছে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের হরিন্যকান্ধি গ্রামে। কৃষক শহিদ মোল্লার হালি পেয়াজের ক্ষেতে বিষ প্রয়োগ করে ৭ কেজি দানার হালি পেয়াজ নষ্ট করেছে একই এলাকার লিয়াকত শেখ।
জানা গেছে কৃষক শহিদ মোল্লার সাথে লিয়াকত শেখের জমি জমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। মূলত এরই জের ধরে বিষ প্রয়োগ করেছে।হরিন্যকান্ধি গ্রামের অজয় সিকদারের স্ত্রী রুপা সিকদার বলেন লিয়াকত শেখের নেতৃত্বে আমাদের বাড়ীতে এসে আমাদের মারপিট করে, আমি তখন অন্তসত্বা ছিলাম। আঘাতের কারনে আমার পেটের বাচ্চা মারা যায়। এই বিষয় নিয়ে তাদের নামে মামলা চলমান রয়েছে।
শহিদ মোল্লার স্ত্রী মনোয়ারা বেগম বলেন বিষ প্রয়োগ করে হালি নষ্ট করার পর তারা আমাদের জীবন নাশের হুমকি প্রদান করছে। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভূগছি।
এই বিষয় নিয়ে শহিদ মোল্লার ছেলে রবিউল মোল্লা বাদী হয়ে বালিয়াকান্দি থানায় একটি অভিযোগ দায়ের করেছে।