রাজশাহীর বাঘা উপজেলায় গড়গড়ী ইউনিয়নে বালুচরে ঘোড়ার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
আব্দুল মান্নান, বিশেষ প্রতিনিধিঃ
৩০ জুন ২০২৩ইং (শুক্রবার) রাজশাহীর বাঘা উপজেলার ২নং গড়গড়ী ইউনিয়নের বেংগাড়ী বাজারের দক্ষিণ পার্শ্বে পদ্মা নদীর বালুচরে আজ ৩০ জুন শুক্রবার বিকেলে ঘোড়া দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ রবিউল ইসলাম( রবি) চেয়ারম্যান,২নং গড়গড়ী ইউনিয়ন পরিষদ, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ গড়গড়ী ইউনিয়ন শাখা,রাজশাহী জেলা আওয়ামী লীগের সম্মানীত সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি,জনেনতা জনাব মোঃ রোকনুজ্জামান রিন্টু , মোঃআনিসুর রহমান অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আব্দুল গনি ডিগ্রী কলেজ, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ গড়গড়ী ইউনিয়ন শাখা,মোঃ নাসির উদ্দিন (খাজা) সদস্য,গড়গড়ী ইউনিয়ন পরিষদ, সভাপতি ৫নং ওয়ার্ড বাংলাদেশ আওয়ামী লীগ গড়গড়ী ইউনিয়ন শাখা, আরো উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ বিশেষ করে মোঃ শহিদুল ইসলাম, আঃ রাজ্জাক রাজা মন্ডল, মোঃ রফিক মন্ডল, আলহাজ্ব মুক্তার হোসেন, মোঃআঃ আলিম (অবসর) বাংলাদেশ সেনাবাহিনী,হাফিজুর রহমান,সহ অনেকে গড়গড়ী ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জননেতা জনাব মোঃ রবিউল ইসলাম( রবির) সার্বিক সহযোগিতায় ও মোঃ আবুল কালাম আজাদ ডাবলু সরকারের উদ্দীপনায় এই প্রথম ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য গড়গড়ী ইউনিয়ন এর ঐতিহ্যবাহী নৌকা বাইচের মেলার পর এবছরই প্রথমবার অনুষ্ঠিত হয়ে গেলো ঘোড়া দৌড় প্রতিযোগিতার জমকালো আসর।
প্রতিকূল আবহাওয়ার দরুণ উৎসুক জনতার ভিড় কিছুটা কম দেখা গেলেও নদীর দুই পাড় জুড়ে অগণিত দর্শকের দৃশ্য ক্যামেরায় ধরা পড়েছে।
উক্ত ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠানে চেয়ারম্যান রবিউল ইসলাম সহ উপস্থিত অতিথিদের মধ্যে বিশেষ করে মোঃ রুকুনুজ্জামান রিন্টু বলেন
আপনাদের সহযোগিতা ও উৎসাহ উদ্দীপনায় আগামীতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।অসংখ্য ধন্যবাদ এলাকাবাসিকে যাদের উদ্যোগে এই মনোমুগ্ধকর বিনোদনের সুব্যবস্থা হয়েছে।চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম রবি বলেন বিশেষভাবে ধন্যবাদ রাজশাহী জেলা আওয়ামী লীগের সম্মানী সদস্য ও সভাপতি রাজশাহী জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগ জনেনতা জনাব মো রোকনুজ্জামান রিন্টুকে এবং আজকের এই ঘোড়া দৌড় প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়েছে যাদের অক্লান্ত পরিশ্রমে ও সহযোগিতায় প্রতিযোগিতা অনুষ্ঠানটি সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে। উল্লেখ্য রাজশাহী, নাটোর, কুষ্টিয়ার ঘোড়ার মালিক নিজে ঘোড়া দৌড়ের অংশ গ্রহণ করেন। পরিশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।