
আব্দুল মান্নান,বিশেষ প্রতিনিধিঃশুক্রবার(৩ অক্টবর)২০২৫ ইং,রাজশাহীর বাঘায় মানব কল্যাণে ধর্ম এবং আকাংখা নিয়ে মানুষের কল্যাণে কাজ করে আসছি বলে বক্তব্য রেখেছেন বর্তমান সরকারের জনপ্রশাসন মন্ত্রনালয়ের যুগ্ন-সচিব শ্রী রথিন্দ্রনাথ । শুক্রবার(৩ অক্টবর) রাতে বাঘা বাজার, নারায়নপুর বাজার ও বাঘা বাসটার্মিনাল এলাকায় অবস্থিত কুলি-শ্রমিকদের ডাকে সাড়া দিয়ে উপজেলার মুছা মার্কেটে অনুষ্ঠিত একটি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাঘার বিশিষ্ট সমাজ সেবক, বাঘা কেন্দ্রীয় শাহী মসজিদের সাধারণ সম্পাদক ও মার্কেট মালিক আব্দুর রহমান এছার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি আরো বলেন, আমি এক বছর পর এবার শারদীয় দুর্গা উৎসবে বাড়ি এসে জানতে পেরেছি, বাঘায় মাদক এবং হ্যাকারদের সংখ্যা বেড়ে গেছে। এর ফলে ধবংসের দিকে ধাবিত হচ্ছে আমাদের যুব সমাজ । এ কারনে আমি আপনার সকলের কাছে আবেদন রাখতে চাই, এদের সাথে কোন আপোষ নেই। যে কোন মুল্যে তাদের প্রতিহত করতে হবে। আমার বিশ্বাস আপনারা প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তা করলে এদের শিকড় থাকবে না।
মানব কল্যাণে ধর্ম। আমার বড় আকাঙ্খা মানুষের কল্যাণে কাজ করা। সকলের সহযোগিতা নিয়েই কাজ করতে চাই। আমি বিভাজনে বিশ্বাস করিনা। সংখ্যালঘু বলে কাউকে কখনও ছোট না করি। সবাই বাংলাদেশের নাগরিক। সবার মর্যাদা সমান। আমি আপনাদেরই লোক।
শুক্রবার (০৩-১০-২০২৫) সন্ধ্যার পর বাঘা বাজারে ব্যবসায়ী ও কুলি-শ্রমিক সংগঠনের এক আনুষ্ঠানিকতায় মতবিনিময়কালে বাঘার তরুন যুবক ও রাজশাহী জেলা যুবদলের সদস্য মো: আল আমিন জামাদার এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখে বিএনপি নেতা বাবুল হোসন, সাবেক কাউন্সিলর আসলাম সরদার, বাঘা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিয়া, সাবেক ছাত্র দল নেতা জুয়েল হোসেন, ব্যবসায়ী মহির উদ্দিন , শ্রমিক নেতা নাজমুল হোসেন প্রমুখ।পরে শ্রমিক সংগঠনকে একটি আলমিরা ও ১০টি চেয়ার উপহার দেন।








