রাজশাহীর বাঘায় নৌকাসহ ভারতীয় চিনি-চাল কীটনাশক(বিষ)জব্দ
আব্দুল মান্নান, বিশেষ প্রতিনিধিঃ
নদীপথে নৌকায় ভারত থেকে অবৈধ চিনি, চাল ও কীটনাশক (বিষ) চোরাই পথে দেশে ঢুকানোর সময় নৌকাসহ সেগুলো জব্দ করেছে রাজশাহীর বাঘার আলাইপুর সীমান্তের বিজিবি।
শুক্রবার (২০ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার চরাঞ্চলের মানিকের চর এলাকা থেকে নৌকাসহ চিনি, চাল ও কীটনাশক(বিষ)জব্দ করা হয়। তবে চোরাকারবারি কাউকে গ্রেপ্তার করতে পারেনি বিজিবি।
বিজিবি সুত্রে জানা যায়, জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ৫৮৫ কেজি চিনি, ৩১২ কেজি চাউল ও ৫০০ এম এল এর ১৭ পিচ কীটনাশক (বিষ)’র কোটাসহ মালামাল বহন করা ১টি নৌকা। নৌকাসহ জব্দকৃত মালামালের মূল্য ধরা হযেছে ১ লক্ষ ৯৯ হাজার ৪০৫ টাকা।
এ বিষয়ে আলাইপুর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আবদুর রব জানান, অসাধু চৌরাকারবারিরা সীমান্ত এলাকা দিয়ে নদীপথে নৌকায় ভারত থেকে অবৈধভাবে জব্দকৃত মালামালগুলো বস্তায় করে দেশে বিক্রির জন্য সীমান্ত দিয়ে আনছিল।
বিজিবির টহলদল চরাঞ্চলের মানিকের চর এলাকায় পৌঁছামাত্র নৌকা ফেলে চোরাকারবারিরা পালিয়ে য়ায়। পরে সেগুলো জব্দ করা হয়। নৌকা বিজিবির হেফাজতে রেখে চিনি, চাল ও কীটনাশক(বিষ) কাস্টমস কার্যালয়ে পাঠানো হয়েছে। নৌকা বাদে জব্দকৃত মালামালগুলো ভারতের বলে নিশ্চিত করেছেন সুবেদার আবদুর রব।