রামগঞ্জে অবসরপ্রাপ্ত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের সংবর্ধনা ও মরণোত্তর সম্মাননা প্রদান
মোহাম্মদ আলী,রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে মাধ্যমিকের অবসরপ্রাপ্ত ও মরণোত্তর শিক্ষক-কর্মচারীগণের বিদায় সংবর্ধনা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) ২ঘটিকায় রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি ও কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোখলেছুর রহমানের সভাপতিত্বে, যুগ্ম সাধারণ সম্পাদক গোফরান পাটোয়ারী ও সাংগঠনিক সম্পাদক মোঃ মোশারফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠান সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মামুন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন জাতীয় সংসদ সদস্য আ ন ম শামসুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমের প্রফেসর মোঃ নাজিম উদ্দিন ভূঁইয়া। স্বাগত বক্তব্য রাখেন বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও দলটা রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তসলিম মিয়া। আরও অতিথি ছিলেন রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল বাশার,উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোজাম্মেল হক মজু, লক্ষীপুর জেলা বিএনপির সদস্য ভিপি আবদুর রহিম, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ইমাম হোসেন, বিএনপি নেতা জাকির হোসেন মোল্লা, শেখ মাহবুবুর রহমান বাহার, মনোয়ার হোসেন, শেখ মোঃ কামরুজ্জামান, অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন বাচ্চু, মিয়া আলমগীর হোসেন ,গিয়াস উদ্দিন পলাশ প্রমুখ। আরো ছিলেন জামায়াতের নায়েবে আমীর আবুল হোসেন মাস্টার ,উপজেলা জামায়াতের আমীর নাজমুল হাসান পাটোয়ারী, জামায়াতের পৌর আমীর এডভোকেট হাসান বান্না। উক্ত অনুষ্ঠানে ৭৬ জন শিক্ষক কর্মচারীকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ৪ শতাধিক শিক্ষকের মধ্যে প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, প্রভাষক সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা সমাজ গঠনে শিক্ষকদের সহযোগিতা ও শিক্ষকদের আত্মসামাজিক অবস্থার উন্নয়নে দল মত নির্বিশেষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।








