রামগঞ্জে নির্বাচনী মাঠে নতুন চমক নিয়ে আসছেন সাবেক এমপি আউয়াল
শাহে ইমরান,রামগঞ্জ (লক্ষীপুর) প্রতিনিধিঃ
লক্ষীপুরের রামগঞ্জ আসনে আগামী নির্বাচনে নতুন চমক নিয়ে নির্বাচনী মাঠে আসছেন ইসলামী গনতান্ত্রিক পার্টির চেয়ারম্যান ও সাবেক এমপি লায়ন এম.এ আউয়াল। কয়েকটি ইসলামী দল নিয়ে নতুন জোট গঠন করে রামগঞ্জে রাজনীতি মাঠে সক্রীয় হচ্ছেন এমন গুঞ্জন এখন সর্বস্থরে শুনা যাচ্ছে। ইতিমধ্যে লায়ন এম.এ আউয়ালের সমর্থকেরা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বৈচ্ছার হওয়ার পাশাপাশি সাংগঠনিক কর্মকান্ড জোরদার করছে।
দেশের রাজনীতিক প্রতিকুল পরিবেশে ২০১৪ সালে তরিকত ফেডারেশনের মনোনয়ন নিয়ে নৌকার প্রতীকের এমপি নির্বাচিত হোন লায়ন এম.এ আউয়াল। এমপি হওয়ার পরে তিনি এলাকাতে স্কুল,কলেজ,মাদ্রাসা বহুতল ভবন, পাকা রাস্তা সংস্কার,নতুন পাকা রাস্তা নির্মান, বিদ্যুতের গ্রিডের কাজ সমাপ্ত করা সহ নানামুখি ব্যাপক উন্নয়ন মূলক কাজ করেন। উপজেলা পরিষদ পিআইও অফিসের সামনে টিআর/কাবিখা/কাবিটা প্রকল্পের তালিকা ঝুলিয়ে রাখা হতো। সম্পূর্ন উপজেলাকে নতুনরুপে ঢেলে সাজানোর কাজ শুরু করার পাশাপাশি উপজেলাতে তরিকত ফেডারেশনের সাংগঠনিক কর্মকান্ড জোর করার কাজে হাত দেয়। এতে তিনি কিছুটা বাধাগ্রস্থ হয়ে পড়েন। ২০১৮ সালে অনুষ্ঠিত সংসদ নির্বাচনের পুর্বের তরিকত ফেডারেশনের মহাসচিব পদ থেকে লায়ন এম.এ আউয়ালকে অসাংগঠনিক ভাবে সরিয়ে দেয়। এতে তিনি মনোনয়ন না পাওয়ায় এবং শীর্ষনেতার অনুরোধে নির্বাচন থেকে সরে দাড়াঁন। দেশে করোনা চলাকালিন সময়ে তিনি কয়েকটি ইসলামী দলের নেতাদের সাথে বৈঠক করে এবং ইসলামী গনতান্ত্রিক পার্টি প্রতিষ্ঠা করেন। বর্তমানে তিনি ইসলামী গনতান্ত্রিক পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেণ। রাজনীতিক বিশ্লেষকদের মতে আগামী নির্বাচনে নতুন সরকার গঠনে ইসলামী গনতান্ত্রিক পার্টি অগ্রহনী ভুমিকা রাখবে। এই লক্ষ্যে দলটির চেয়ারম্যান সারাদেশে দলটির সাংগঠনিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে এবং আগামী নির্বাচনে রামগঞ্জ আসন থেকে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন লায়ন এম.এ আউয়াল। রামগঞ্জ উপজেলার এমপি আউয়ালের সমর্থকেরা বলেন, আগামী নির্বাচনে ইসলামী গনতান্ত্রিক পার্টি চেয়ারম্যান লায়ন এম.এ আউয়াল রামগঞ্জ আসন থেকে নির্বাচন করার প্রস্তুতি প্রায় সম্পূন করেছেন। এখন আনুষ্ঠানিক ভাবে নতুন চমক নিয়ে নির্বাচনী মাঠে উপস্থিত হবেন। ইতিমধ্যে আমরা উপজেলাতে সাংগঠনিক কর্মকান্ড শুরু করেছি। নেতার নির্দেশ পাওয়ায় মাত্রই প্রতিটি কেন্দ্র কমিটি তৈরী করবো। এব্যাপারে জানতে চাইলে লায়ন এম.এ আউয়াল বলেন, ইসলামী গনতান্ত্রিক পার্টির আদর্শ এবং উদ্ধেশ্যে তৃণমুলের মানুষে দৌড়গড়া পৌছে দিয়ে শক্তিশালী সংগঠন উপহার এবং আগামী নির্বাচনে দল সক্রীয় ভুমিকা রাখবে এমন প্রস্তুতি নেওয়া হচ্ছে। দলটির কেন্দ্রে শক্তিশালি কমিটি করার পাশাপাশি ১৬/২০টি ইসলামী দল নিয়ে নতুন জোট গঠনেরও প্রস্তুতি শেষ পর্যায়ে। যেই কোন সময়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নতুন জোট ঘোষনা করা হবে। পাশাপাশি রামগঞ্জ আসন থেকে নির্বাচন করার প্রস্তুতি নেওয়ার অংশ হিসেবে তৃণমূল থেকে নেতা-কর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করে যাচ্ছি।