রামপালে জাতীয় যুব দিবস পালিত
রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ
বাগেরহাটের রামপালে “স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে যথাযথ মর্যাদায় জাতীয় যুব দিবস-২০২৩ পালিত হয়েছে।
বুধবার (১ নভেম্বর) সকাল ১০.০০ টায় দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর রামপালের যৌথ আয়োজন উপজেলা পরিষদ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নাছির উদ্দীন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ হোসনেয়ারা মিলি ও উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাহিনুর রহমান।
জাতীয় যুব দিবস উপলক্ষে একজন কে ৬০ হাজার টাকা ঋণ এবং চারজন কে যুব উন্নয়ন প্রশিক্ষণ সনদ প্রদান করা হয়।