মোহাম্মদ এরশাদ, বাঁশখালী প্রতিনিধি:
রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) এ ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ কামল উদ্দীন।অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ পুলিশের অত্যন্ত সম্মানজনক এ পদকে তাকে ভূষিত করা হয়।
আগামী ৩ জানুয়ারি ঢাকা রাজারবাগ পুলিশ লাইনে বার্ষিক পুলিশ সপ্তাহ অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক ভাবে তাকে এই সম্মাননা পদক প্রদান করবেন।এই সম্মাননা পদক প্রদানের বিষয়ে গত বুধবার (২৮ ডিসেম্বর) বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) স্বাক্ষরিত বাঁশখালী থানার ওসি মোঃ কামাল উদ্দীন পিপিএম পদক প্রাপ্তির জন্য নির্বাচিত হয়েছে মর্মে একটি পত্র প্রদান করেছেন।
জানা যায়,ইতিপূর্বে চট্টগ্রাম জেলার বাঁশখালী থানায় অফিসার ইনচার্জ থাকাকালীন সময়ে মানব সেবা ভ্রত হয়ে মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সেবা প্রদান সহ অপরাধ নিবারণ মূলক বিভিন্ন ধরনের কার্যক্রম অবৈধ বিদেশী অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজ,মাদক উদ্ধারসহ বর্তমান সময়ে সংঘটিত বিভিন্ন ধরনের সাইবার ক্রাইম নিয়ে কর্মতৎপরতার দরুণ বাংলাদেশ পুলিশ কর্তৃক এরূপ সম্মানিত স্বীকৃতি দেওয়া হয়েছে।
বাংলাদেশ পুলিশের এমন সম্মানজনক পদকে ভূষিত হওয়ায় তার কাজের অগ্রগতির প্রতি আরো উৎসাহ এবং দায়িত্ব বেড়ে গেছে বলে তিনি মনে করছেন।
মোঃ কামাল উদ্দীন বলেন, আগামীতেও আমি যেনো সততা, নিষ্ঠা এবং দক্ষতার সাথে আমার পুলিশী দায়িত্ব পালন করতে পারি সেজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করি।