এ জেড সুজন মাহমুদ,লালপুর(নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে ‘সবার জন্য মর্যাদা, স্বাধীনতা ও ন্যায় বিচার’ এই প্রতিপাদ্যে ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে।
আজ শনিবার (১০ ডিসেম্বর) সকাল ১১ টায় দিবসটি উপলক্ষে লালপুর ত্রিমোহনী থেকে র্যালী বের করা হয়।
র্যালীটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে লালপুর উপজেলা প্রেসক্লাব কার্যলয়ে গিয়ে শেষ হয়।
র্যালীর পর প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় বক্তারা দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।
এসময় বাংলাদেশ মানবাধিকার কমিশন, লালপুর উপজেলা শাখার সভাপতি প্রভাষক সাহীন ইসলামের সভাপতিত্বে যুগ্ন সাধারণ সম্পাদক মোয়াজ্জম হোসেনের সঞ্চলনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, লালপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোতালেব রায়হান, লালপুর উপজেলা শাখার সহ সভাপতি এনামুল হক, ,যুগ্ন সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম মাসুম, সাংগঠনিক সম্পাদক জামিরুল ইসলাম, প্রচার সম্পাদক
সজিবুল ইসলাম রিদয় দপ্তর সম্পাদক শিমুল নির্বাহী সম্পাদক আব্দুল জব্বার সুজন প্রমূখ। পরিশেষে সকল নির্যাতিত মানুষের জন্য দোয়া করা হয় এবং সকল নির্যাতন মানুষের পাশে বাংলাদেশ মানবাধিকার কমিশন থাকবে শপথ গ্রহণ করা হয়েছে।