লালপুর উপজেলা আওয়ামী লীগের দ্বিতীয় অফিস উদ্বোধন
এ জেড সুজন মাহমুদ, সত্যকন্ঠ;স্টাফ রিপোর্টার :
নাটোরের লালপুর উপজেলা আওয়ামী লীগের এক অফিস থাকতে দ্বিতীয় আরেকটি অফিস উদ্বোধন করছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শরিফুল ইসলাম রমজান।
শুক্রবার (২৬মে ২০২৩) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গোপালপুরে উপজেলা আওয়ামী লীগের আরও একটি অফিস উদ্বোধন করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামীম
আহমেদ সাগরের উদ্যোগে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শরিফুল ইসলাম রমজান এ অফিসটি উদ্বোধন করেন।প্রায় সাত বছর পর গত বছর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে জেলা আওয়ামী
লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের অনুসারী তৎকালীন সভাপতি আফতাব হোসেন ঝুলফুকে আবার সভাপতি করা হয়। আগের সাধারণ সম্পাদক ইসাহাক আলীকে বাদ দিয়ে আলহাজ্ব শামীম আহমেদ সাগরকে সাধারণ সম্পাদক করা
হয়। আলহাজ্ব শামীম আহমেদ সাগর জেলার বর্তমান সাধারণ সম্পাদক আলহাজ্ব শরিফুল ইসলাম রমজানের অনুসারী। ফলে শুরু থেকেই সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে বৈরী সম্পর্ক তৈরি হয়। দলীয় কর্মসূচিতে তাঁদের একসঙ্গে দেখা যায় না।
লালপুরে উপজেলা আওয়ামীর লীগের কার্যালয় থাকলেও সেখানে সাধারণ সম্পাদক ও তাঁর অনুসারীরা বসেন না। সভাপতি আফতাব হোসেন ঝুলফু ওই কার্যালয় নিয়ন্ত্রণ করেন বলে জানা গেছে। এমনই প্রেক্ষাপটে আজ সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব
শরিফুল ইসলাম রমজান গোপালপুরে উপজেলা আওয়ামী লীগের নতুন একটি কার্যালয়ের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে শুধু সাধারণ সম্পাদকের অনুসারীদের উপস্থিত থাকতে দেখা গেছে। আমন্ত্রণপত্রে বিশেষ অতিথি হিসেবে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের বর্তমান সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা
এ্যাড.আবুল কালাম আজাদ, গোপালপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র রোকসানা মোর্ত্তজা লিলি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফুর নাম উল্লেখ থাকলেও তাঁরা কেউ অনুষ্ঠানে যোগ দেননি।
এই বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি লিখিত পোস্ট করেন। পোস্টে তিনি লেখেন,‘২০ বছর ধরে লালপুর বাজারে অবস্থিত দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
এখনে এ ব্যাপারে কারও কোনো আপত্তি না থাকা সত্ত্বেও উপজেলা আওয়ামী লীগের জন্য আলাদা কার্যালয় খুলে বিভক্তি ডেকে আনা হচ্ছে। তিনার মুঠোফোনে ফোন দিলে তিনি আরো বলেন, আওয়ামী লীগের
গঠনতন্ত্র অনুযায়ী সভাপতির কোনো পরামর্শ ছাড়াই কোন প্রোগ্রাম বা অফিস উদ্বোধন করা আওয়ামী লীগের কোনো গঠনতন্ত্রে আছে কি। এ বিষয়ে আমি থানা আওয়ামী লীগের সভাপতি থাকা সত্ত্বেও কিছুই জানিনা,
তিনি আরো বলেন সমনে জাতীয় নির্বাচন এ অবস্থায় লালপুর উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টির করার জন্য উপজেলা আওয়ামী লীগের ৪ সদস্যের কমিটির মধ্যে তিনজন অনুপস্থিত থাকা সত্ত্বেও উপজেলা আওয়ামী লীগের দ্বিতীয়
অফিসটি উদ্বোধন করেছেন কি করে। এখানে জেলা, উপজেলার, ইউনিয়ন, ওয়ার্ডের পর্যায়ে কোন আওয়ামী লীগ নেতা কর্মী সেখানে উপস্থিত ছিলেন না একতরফা অফিস উদ্বোধন করা হয়েছে।
এবিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামীম আহমেদ সাগর বলেন, জেলা আওয়ামী লীগের পরামর্শ মোতাবেক নতুন কার্যালয় স্থাপন ও উদ্বোধনী অনুষ্ঠান করা হয়েছে।
এবিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শরিফুল ইসলাম রমজান বলেন, আগে গোপালপুরে আওয়ামী লীগ কার্যালয় ছিল মাঝখানে ২০১৬ সালে লালপুরে এই কার্যালয়টি স্থাপন করা হয়েছে।
আওয়ামী লীগের যিনি সভাপতি আগেও ছিলেন ও বতর্মান নির্বাচিত সভাপতি সেই কার্যালয়ে উনি বসেন সেটাই থাকবে এবং কার্যালয় একাধিক থাকতে পারে। সাধারণ সম্পাদক এটা পার্টির নির্বাহী কর্মকর্তা
হিসেবে এখানে বসবে এবং এখানে উপজেলা ভিত্তিক সুগার মিল,আজিম নগর রেলওয়ে স্টেশন,এটা উপজেলার হেড কোয়ার্টার, অফিস পাড়া,উপজেলায় ১০টি ইউনিয়ন ১টি পৌরসভার রয়েছে সেখানে লোকজন আসে এবং আসতেই হয়।উপজেলা সদরে
উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থাকলে প্রশাসনের সঙ্গে যোগাযোগ রক্ষা করা সহজ হয়।লালপুর ও গোপালপুর দুই কর্যালয় থাকবে।তবে ভবিষ্যতে সমন্বয় করে নেওয়া হবে।