লৌহজংয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
স্টাফ রিপোর্টার :
সোমবার মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউএনও মোহাম্মদ আবদুল আউয়ালের সভাপতিত্বে সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গণি তালুকদার, ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, মাওয়া কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার রুহুল আমিন, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম নিশীথ কুমার কর্মকার, পদ্মা সেতু উত্তর থানার ওসি আলমগীর হোসাইন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরাধনা রানী কর্মকার, বিক্রমপুর প্রেস ক্লাবের সভাপতি মো. মাসুদ খান, লৌহজং প্রেস ক্লাবের মিজানুর রহমান ঝিলু প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা সভায় জাটকা নিধন প্রতিরোধ, প্রশাসনের অনুমতি ছাড়া শ্রেণি পরিবর্তন করে পুকুর কিংবা জমি না কাটা, পদ্মা নদী থেকে অবাধে ড্রেজার দিয়ে বালু উত্তোলনে ব্যবস্থা গ্রহণ, ভেকু দিয়ে মাটি কাটার জন্য অনুমতি প্রয়োজন বলে জানিয়েছেন ইউএনও মহোদয় আব্দুল আউয়াল।
তবে সরকারি খাল খননের কারণে যে মাটিগুলি উপরে উঠে আসবে সেই মাটিগুলি সরিয়ে নেওয়ার জন্য কিছু মাহিন্দ্রা অনুমতি দেওয়া হবে সেগুলো শুধু, স্কুল, মাদ্রাসা, ঈদগাহ মাঠ, ভরাট কাজের জন্য শুধু ব্যবহার হবে
শিমুলিয়া ঘাটে জুয়াখেলা বন্ধসহ নানা বিষয়ে বক্তব্য রাখেন।