লৌহজং টঙ্গীবাড়ি পদ্মার তীর রক্ষা বাধ নির্মাণ প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব
সামাদ হাঁওলাদার,স্টাফ রিপোর্টার
২৯/০৪/২০২৩ ইং শনিবার, মুন্সীগঞ্জ, লৌহজং ও টঙ্গীবাড়ী উপজেলার পদ্মা নদীর তীর রক্ষা বাধ নির্মাণ প্রকল্পের চলমান কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান।
২৯ এপ্রিল, শনিবার, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, সকাল ১১ টায় মাওয়া শিমুলিয়া ঘাট থেকে যাত্রা শুরু করে নদী পথে লৌহজং ও টঙ্গীবাড়ী উপজেলার পদ্মা নদী রক্ষা বাধ নির্মাণ প্রকল্পের চলমান কাজ পরিদর্শন করেন।
এ সময় তিনি কাজের অগ্রগতির খোজ খবর নেন। পানি সম্পদ মন্ত্রনালয়ের সচিব নাজমুল আহসান বলেন, আগামী মে মাসের মধ্যে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতু থেকে টঙ্গীবাড়ি উপজেলার দীঘির পাড় পর্যন্ত নদীর পাড় রক্ষা বাধের কাজ পুরোদমে শুরু
করা হবে। তিনি আরো বলেন, যে সব এলাকায় জিও ব্যাগ ফেলা হয়নি এবং যেখানে গ্যাপ সৃষ্ঠি হয়েছে সে সব এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে জিও ব্যাগ ফেলার কাজ দ্রুত গতিতে করা হবে। এর আগে মে মাসের ৩ তারিখে পানি সম্পদ মন্ত্রনালয়ে সভা রয়েছে সভা শেষে এই সিদ্ধান্ত নেয়া হবে বলে তিনি জানান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য, সাগুফতা ইয়াসমিন এমিলি, পানি সম্পদ মন্ত্রনালয়ের ডিজি মো. নুরুল ইসলাম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুল ইসলাম খান, লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা
মো.আব্দুল আউয়াল, টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেদুজ্জামান, লৌহজং উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর রশিদ শিকদার, জেলা পরিষদের সাবেক সদস্য মো. ইদ্রিস আলী শেক, ইউপি চেয়ারম্যান হাজী মো. রফিকুল ইসলাম মোল্লা, মো. ফারুক ইকবাল মৃধা, মো. মোতালেব শেখ, প্রমুখ।