শরীয়তপুরে গোসল করতে গিয়ে একই সাথে ২ কিশোরীর মৃত্যু
মো: সজীব খান, শরীয়তপুর প্রতিনিধি :
শরীয়তপুর শাওরা গ্রামে কীর্তিনাশা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে আফরিন আক্তার মৌ (১৪) এবং সুচনা খানম (১৩) নামের ২ কিশোরীর মৃত্যু হয়েছে।
বুধবার (২৬ এপ্রিল) দুপুর ১২টার সময় ৬ জন মিলে কীর্তিনাশা নদীতে গোসল করতে গিয়ে সাতার না জানায় তিনজন পানিতে তলিয়ে যায়। তাদেরকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৌ ও সুচনাকে মৃত ঘোষণা করেন।
মৌ শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের কাজী কান্দি গ্রামের কামরুজ্জামান কাজীর মেয়ে এবং সুচনা নয়ন মাদবর কান্দী গ্রামের শওকত খানের মেয়ে।
মৌ গাজীপুরের বোর্ড বাজারের গোল্ডেন উইস স্কুলের ৮ম শ্রেনীর মেধাবী ছাত্রী। সুচনা গাজীপুরের গাজিপুরা ২৭ নং সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী। সম্পর্কে তারা
খালা ভাগ্নি। তারা পরিবারের সাথে গাজিপুরে থাকতেন এবং সেখানেই পড়াশোনা করতেন।ঈদ উপলক্ষে তারা পরিবারের সাথে গ্রামের বাড়িতে বেড়াতে আসেন।
পারিবারিক সুত্রে জানা যায়, গত ১ মাস সুচনা তার বাবা- মায়ের সাথে গাজীপুর থেকে নানা নূর মোহাম্মদ দেওয়ানের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার শাওড়া গ্রামে বেড়াতে আসে। আর মৌ তার তার ফুফার
বাড়ি আাসে। বুধবার তারা কীর্তিনাশা নদীতে গোসলে গিয়ে নদীতে তলিয়ে যায়। এসময় এলাকাবাসী দেখতে পেয়ে দ্রুত তাদের খোজাখুজি করে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।