শরীয়তপুরে বাজার মনিটরিং করলেন ইউএনও জ্যোতি বিকাশ চন্দ্র
মো: সজীব খান, শরীয়তপুর প্রতিনিধি :
ঈদে দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখতে শরীয়তপুর সদর উপজেলার পালং বাজার মনিটরিং করেন শরীয়তপুর সদর উপজেলা নির্বাহি অফিসার( ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র।
শুক্রবার (২১এপ্রিল ২০২৩) পালং বাজারে মনিটরিং শেষ করে (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র বলেন আজ সদর উপজেলার পালং বাজারসহ কয়েকটি বাজারে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখতে সকাল থেকে বাজার মনিটরিং করা হয়।
নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্বাভাবিক রয়েছে। তবে চিনির ৫০ কেজির বস্তা আগে পাইকারি ৫৫০০ টাকা অর্থাৎ ১১০ টা কেজি কিনে খুচরা ১১২ টাকা বিক্রয় হত।
আজ পাইকারি ৫৮০০ টাকা অর্থাৎ ১১৬ প্রতিকেজি কিনে ১১৮ টাকায় বিক্রয় হচ্ছে। এছাড়া কাচা বাজার, ফলমূলসহ সকল জিনিসের দাম স্বাভাবিক রয়েছে। মনিটরিং এ সহযোগিতা করেন পালং থানা পুলিশের সদস্যগণ।