শরীয়তপুর নড়িয়াতে বিদ্যুৎস্পৃষ্টে ১ কিশোরের মৃত্যু
মো: সজীব খান,শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের নড়িয়া উপজেলার নশাসনে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে আবু সালাম (২১) নামের এক কিশোরের মৃত্যু হয়।
শুক্রবার (২৮ এপ্রিল) বিকেল পাঁচটার দিকে নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়নের ডগ্রি বাজার সংলগ্ন চৌকিদার কান্দি গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে। আবু সালাম নশাসন ইউনিয়ন এর চৌকিদার কান্দি গ্রামের আবু হাসেম বেপারীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চৌকিদার কান্দি গ্রামের বিদ্যুৎ হালকা বাতাস হলেও চলে যায়। কারন আবু সালাম দের বাড়ির সামনে একটি আম গাছের পাশ দিয়ে বিদ্যুৎ এর লাইনটি যাওয়াতে যখনই ঝড় তুফান হয় তখুনি ফিউজ পরে যায় এবং ওই এলাকার
বিদ্যুৎ চলে যায়। সেজন্য আবু সালাম তাদের বাড়ির সামনের সেই আম গাছটিতে ওঠে ওই বিদ্যুৎ এর তারে প্লাস্টিকের কাভার লাগানোর জন্য। তখুনি বিদ্যুৎ এর লাইন সচল থাকায় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে নিচে পরে যায়।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, তখন তারা তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যায় পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষণা করেন।
এ সময়ে স্থানীয় রোমান বলেন, আমরা শুনতে পাই যে সালাম মারা গেছে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে। তখন আমরা আসি পরে শুনি শরীয়তপুর সদর হাসপাতালে ওকে নিয়া যাওয়া হয়েছে। তারা সালাম কে মৃত্য বলে ঘোষণা করে দিয়েছে। আবু সালাম খুবই
ভালো একটি ছেলে ছিলো ওয় এইচএসসির ছাত্র ছিল ডগ্রি ইসমাইল হোসেন স্কুল এন্ড কলেজের। তবে ওর এই কাজটা মোটেও করা ঠিক হয় নাই। যেহেতু এইটা এলাকার সবার সমস্যা সেহেতু সবাই বিদ্যুৎ অফিস কে জানালে তারাই এইটার যেকোনো ব্যবস্থা গ্রহণ করতো।
এ বিষয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান জানান, বিষয় টা খুবই দুঃখজনক। সংবাদটি জানা ছিলোনা তবে খবর নিচ্ছি।