শার্শায় নবাগত ইউএনও নয়ন কুমার রাজবংশী ’র যোগদান
জসিম উদ্দিন, নিজস্ব প্রতিবেদক:
যশোরের শার্শায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নয়ন কুমার রাজবংশী যোগদান করেছেন।
সোমবার প্রথম কর্মদিবসে তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম, শার্শা থানার অফিসার ইনচার্জ শেখ মনিরুজ্জামান, উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহা,শার্শা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার লাল্টু মিয়া,সমাজ সেবা অফিসার তৌহিদুল ইসলাম।
পরবর্তীতে পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন দপ্তরের দাপ্তরিক প্রধানগণ ও কর্মকর্তাবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান এ অফিসারকে।
এর আগে নয়ন কুমার রাজবংশী ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ইউএনও পদে কর্মরত ছিলেন।








