মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের লেখা পড়ার পাশাপাশি খেলাধুলা করতে হবে –এ্যাডঃ উম্মে কুলসুম স্মৃতি- এমপি
সিরাজুল ইসলাম রতন, গাইবান্ধা:
বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও গাইবান্ধা ০৩ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাডঃ উম্মে কুলসুম স্মৃতি বলেছেন মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের লেখা পড়ার
পাশাপাশি খেলাধুলা করতে হবে।বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।জাতীয় নির্বাচনকে সামনে রেখে কোন ব্যাক্তি বা গোষ্ঠী দেশে অস্থিতিশীল করার চেষ্টা করলে জনগন তা কঠোর হস্তে দমন করবে।
২৬ জানুয়ারী বৃহস্পতিবার পলাশবাড়ী সরকারী কলেজ মাঠে দিন ব্যাপি শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক্স ২০২৩ ছাড়া ও বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন আওয়ামীলীগ সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর থেকে দেশে উল্লেখযোগ্য উন্নয়ন সাধিত হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো আওয়ামিলীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে।
বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ আজ ডিজিটাল বাংলাদেশে রুপান্তরিত হয়েছে।সরকার বর্তমানে স্মাট বাংলাদেশ গড়ার লক্ষে এগিয়ে যাচ্ছে।
পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থা’র সভাপতি কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পলাশবাড়ী পৌর মেয়র জননেতা গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, পলাশবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ
মিজানুর রহমান,থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা,উপজেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি আবু বক্কর প্রধান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল,
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাতাব
হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, বেতকাপা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তা,পলাশবাড়ী প্রেসক্লাব সভাপতি রবিউল ইসলাম পাতা,রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম।