প্রায় মানুষই ভিড় জমাচ্ছে ফুটপাতের গরম পোশাকের দোকানে—–
ওবায়দুর রহমান , স্টাফ রিপোর্টার:
মানুষগুলো ভাঙ্গা বাজার রাস্তার দুপাশে বসা ফুটপাতের গরম কাপড়ের দোকানগুলোতে ভীড় লক্ষ্য করা যায়। বৃহস্পতিবার সকালে সরজমিনে দেখা যায়, ভাঙ্গা উপজেলার ভাঙ্গা বাজার সহ বিভিন্ন হাট বাজার যেমন, মালিগ্রাম , পুকুরিয়া, চুমুরদি, কালামৃধা বাজারে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত প্রায় মানুষই
তাদের পরিবারের সদস্যদের জন্য সাধ্য অনুযায়ী ফুটপাতে বসা দোকান থেকে তাদের পছন্দের কাপড়টি বেছে বেছে দামাদামি করে কিনে নিচ্ছেন। আর উচ্চবিত্তবান মানুষগুলো ভাঙ্গা বাজারের ফাইভ স্টার মার্কেটসহ বিভিন্ন শপিং মল, বিপনী থেকে তাদের পছন্দের গরম কাপড়টি কিনে নিচ্ছেন। ভাঙ্গা বাজারে গরম
কাপড় কিনতে আসা মোহাম্মদ খালেক শেখ জানান,অন্য বছরের তুলনায় এ বছর শীত একটু বেশি, পকেটে টাকাও কম, কিন্তু তাতে কি হবে, বড় দোকানগুলোতে শীতের কাপড় কিনতে গেলে অনেক টাকা লাগে, আমার কাছে এত টাকা নেই শীততো নিবারণ করতে হবে, তাই নিজের জন্য ও পরিবারের সদস্যদের জন্য ফুটপাতের দোকান থেকে কিছু গরম
কাপড় কিনলাম। ভাঙ্গা বাজারে গরম কাপড় কিনতে আসা মোঃআলমগির জানান, অন্যান্য বছর চেয়ারম্যান মেম্বাররা দুই একটা কম্বল দেন, এ বছর তাও দেননাই,তাই নিজের জন্য একটি গরম কাপড় কিনতে আসলাম । আবহওয়াবিদরা জানিয়েছেন , এভাবে সত্য প্রবাহ আরো কয়েকদিন থাকতে পারেন। তাই সুশীল সমাজের দাবি শীতার্ত মানুষের পাশে