শেখ হাসিনা আমার মা প্রধানমন্ত্রী বলেই বাঁশখালীর মরণফাঁদ বেড়িবাঁধ নির্মাণ সম্ভব হয়েছে: মোস্তাফিজ
মোহাম্মদ এরশাদ বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থী আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী’র নৌকা মার্কার সমর্থনে খানখানাবাদ ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।গণসংযোগকালে ভোটাররা জানিয়েছেন,আমরা উন্নয়ন চাই বলেই নৌকা চাই।
শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে খানখানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌকার মনোনীত প্রার্থী আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি।
এসময় উপস্থিত আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফুর,সাবেক সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন চৌধুরী খোকা,চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা জাহেদ আকবর জেবু,
খানখানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম,সাবেক চেয়ারম্যান বদরুদ্দীন চৌধুরী,ইউপি সদস্য দিদারুল ইসলামসহ আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,স্বে
আপনাদের ভালোবাসায় আমি অভিভূত। এই ভালোবাসা আজীবন স্মরণ থাকবে আমার।আর আগামী৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের মাধ্যমে শেখ হাসিনা টানা চতুর্থ বার এবং পঞ্চমবারের মত দেশের প্রধানমন্ত্রীর হিসেবে শপথ নিবেন তা নিশ্চিত।আর নৌকার জোয়ারে সব ভেসে যাবে।নৌকার এই জোয়ার ঠেকানোর শক্তি কারও নেই।নির্বাচনী ট্রেন চলছে।তা আগামী ৭ জানুয়ারি নির্বাচনে জয় লাভের মাধ্যমে এই ট্রেন থামবে।
তার প্রমাণ আজকে আপনারা ৩ নং খানখানাবাদ ইউনিয়ন বাসি দেখিয়ে দিয়েছেন ইনশাআল্লাহআর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার মায়ের হাতে দেশ আছে বলেই পশ্চিম বাঁশখালী মরণফাঁদ বেড়িবাঁধ নির্মাণ করা সম্ভব হয়েছে।উপস্থিত সকলের প্রতি অনুরোধ রইল বাঁশখালী আসনটি যাতে আবারও নৌকা জয়ী হয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দিতে পারি।
সেই লক্ষে আজকের মতো আগামী ৭ তারিখ সকাল সকাল আপনারাসহ আমার মা বোনদের ভোট কেন্দ্রে নিয়ে গিয়ে নৌকা মার্কায় ভোট দিবেন।মনে রাখবেন নৌকা জয়ী হলে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা নিশ্চয়ই আমাদের দেখবেন।আমরাও তার কাছে আমাদের দাবিগুলো তুলে ধরতে পারব।আশা করি তিনি তা পূরণও করে দেবেন।