শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দক্ষিণাঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়ন হয়-হাবিবুন নাহার
রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ দরজায় কড়া নাড়ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সারাদেশে বইছে নির্বাচনী হাঁওয়া। জাতীয় সংসদের ৯৭ বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) সংসদীয় আসনের বাংলাদেশ আ’লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার বলেছেন, বিএনপি-জামায়াত জোট সরকার যখন ক্ষমতায় ছিল আমাদের দক্ষিণাঞ্চলে কোন উন্নয়ন করেনি৷ তাদের দ্বারা এ অঞ্চলের সাধারন মানুষ ছিল নির্যাতিত ও নিষ্পেষিত।
তাদের নেতা-কর্মীরা সাধারণ মানুষের মৎস্য ঘের লুট করে নিয়ে যেত। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে আমাদের এ অঞ্চলে উন্নয়নের ছোঁয়া লেগেছে। আগের দিনে যেসব রাস্তায় বৃষ্টির সময়ে চলাচল করা যেতনা, আজ সেখানে পাঁকা রাস্তা শেখ হাসিনা সরকার করে দিয়েছে।
বিএনপি জামায়াতের শাসনামলে আমাদের এ অঞ্চলে কোন মসজিদে, মন্দিরে, স্কুল, কলেজে বা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে কোন প্রকার সহযোগিতা তারা করে নাই। আ’লীগ সরকার ক্ষমতায় এসে কোটি কোটি টাকা আমাদের এ অঞ্চলের প্রতিষ্ঠানে বরাদ্দ দিয়েছে। জনগণের দোরগোড়ায় শেখ হাসিনার নেতৃত্বাধীন আ’লীগ সরকারের নানামুখী উন্নয়ন পৌঁছে গেছে।
সব মিলিয়ে আমাদের এ অঞ্চলের উন্নয়নে এক কানাকড়ি সাহায্য বিএনপি জামায়াত জোট সরকারের নেই। শেখ হাসিনা ক্ষমতায় আছে বিধায় আমাদের এ অঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে। আ’লীগ বড় রাজনৈতিক দল। দলের মধ্যে নানা কারণে নেতা-কর্মীদের মধ্যে মতপার্থক্য তৈরি হতে পারে। এখন সময় উন্নয়নের তাই অতীত ভুলে গিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টানা পঞ্চমবারের মতো ক্ষমতায় আনতে হবে। শেখ হাসিনার মনোনীত নৌকার প্রার্থীকে নির্বাচনে ব্যাপক ভোটার উপস্থিতির মাধ্যমে বিজয়ী করতে হবে।
সোমবার (১৮ ডিসেম্বর) বিকাল ৪ টায় রামপালের মল্লিকেরবেড় ইউনিয়নের সন্ন্যাসী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নৌকা প্রতীকের প্রার্থীর নির্বাচনী জনসভায় এসব কথা বলেন আ’লীগ মনোনীত প্রার্থী উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার।
মল্লিকেরবেড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তালুকদার মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা আ’লীগের সহ-সভাপতি মোল্লা আ. রউফ, প্রচার সম্পাদক তালুকদার নাজমুল কবির ঝিলাম, কোষাধ্যক্ষ তালুকদার আব্দুল বাকী, রামপাল উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, ভাইস চেয়ারম্যান মো. নুরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. হোসনেয়ারা মিলি, ইউপি চেয়ারম্যান তালুকদার সাব্বির আহমেদ, মো. আব্দুল্লাহ ফকির, জেলা পরিষদ সদস্য শেখ মনির আহমেদ প্রিন্স, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. হাফিজুর রহমান।
এসময় মল্লিকেরবেড় ইউনিয়নের জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও অসংখ্য সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।







