শেষ মুহুর্তে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা
পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর দশমিনা উপজেলা পরিষদ নির্বাচনে শেষ মুহুর্তে প্রচার প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীদের গণসংযোগ, উঠান বৈঠক, মাইকিং আর বাড়িতে বাড়িতে কুশল বিনিময়ের মধ্যে চলছে শেষ মুহূর্তের নির্বাচনী তৎপরতা।দশমিনা উপজেলা নির্বাচন অফিস সূএে জানা যায়, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৮জন, ভাইস চেয়ারম্যান পুরুষ ৩জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন।
বর্তমানে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল আজিজ (দোয়াত কলম), সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সাখাওয়াত হোসেন শওকত (ঘোড়া), উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম বশির (মটর সাইকেল), উপজেলা তাতী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন হাওলাদার (টেলিফোন), উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক (কাপ পিরিজ), সালে উদ্দিন সিকদার (চিংড়ি মাছ) ও মাকসুদুর রহমান (হেলিকপ্টার)। তবে ১৬মে বৃহস্পতিবার সন্ধ্যার পরে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এ্যাডভোকেট এনায়েত হোসেন (আনারস) প্রতীক নির্বাচন বর্জন করেন।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপিত মো. নাসির উদ্দীন পালোয়ান (টিউবওয়েল), তমিজ উদ্দিন তমান জোমাদ্দার (চশমা) ও মোফাজ্জল হোসেন মায়া (তালা) প্রতীক।ভাইস-চেয়ারম্যান (মহিলা) পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান সাম”ছুরনাহার খান ডলি (ফুটবল) ও উপজেলা মহিলা লীগ নেতৃ কাজী মনিরা বেগম (কলস) প্রতীক। তবে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুরুষ এবং ভাইস চেয়ারম্যান মহিলা নির্বাচনী প্রতিক নিয়ে প্রচার প্রচারণা চালিয়ে যাচেছন।
সাধারন ভোটারদের মতে, এবারের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সালে উদ্দিন সিকদার (চিংড়ি মাছ) ও মাকসুদুর রহমান (হেলিকপ্টার) নাম তেমন আলোচিত না হলেও ফ্রন্টলাইনে রয়েছেন উপজেলা তাতী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন হাওলাদার (টেলিফোন), বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল আজিজ (দোয়াত কলম), উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম বশির (মটর সাইকেল) ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সাখাওয়াত হোসেন শওকত (ঘোড়া)
সরেজমিন পরিদর্শনকালে কথা হয় একাধিক ভোটারদের সাথেতারা জানান, এবারের নির্বাচনে একজন যোগ্য প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন টেলিফোন প্রতিকের প্রার্থী ও উপজেলা তাতী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন হাওলাদার। কারণ, তিনি জনগণের জন্য মাঠেঘাঠে সবসময় তাকে পাওয়া যায়। তাই আমরা উপজেলা নির্বাচনে তাকে টেলিফোন প্রতিকে ভোট দিবো।বহরমপুর ইউনিয়নের নেহলগঞ্জ গ্রামের ্অল আমিন মুন্সি বলেন, এবারের উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আমি ইকবাল হোসেন হাওলাদারকে টেলিফোন প্রতিকে ভোট দিবো। বিপদে-আপদে আমরা তাকে পাশে পাই।
নাম প্রকাশে অনি”ছুক আওয়ামী লীগের একাধিক নেতা জানান, এর টেলিফোন প্রতিকের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। নির্বাচনে দল মনোনীত প্রার্থী বা প্রতিক না থাকলেও সহযোগী সংগঠনের সাধারন সম্পাদক ইকবাল হোসেন হাওলাদারের পক্ষে প্রকাশ্যে ও আড়ালে কাজ করছেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।