সংবাদ সম্মেলনে প্যানেল চেয়ারম্যান মুয়ীদ আমি ষড়যন্ত্রের স্বীকার
সাদিকুল ইসলাম সাদিক নীলফামারীঃ
নীলফামারীর সৈয়দপুরে কামারপুকুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য ও প্যানেল চেয়ারম্যান আব্দুল মুয়ীদ আলালের জনপ্রিয়তায় ইর্ষাণিত হয়ে একটি মহল ষড়যন্ত্র করছে বলে তিনি অভিযোগ করেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল মুয়ীদ আলাল বলেন, আমি একজন প্রতিনিধি। এবার কামারপুকুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটে আমার প্রতিপক্ষকে হারিয়ে জয়লাভ করেছি। প্রতিনিধি হওয়ার পর থেকে আমি যথাযথভাবে দায়িত্ব পালন করছি। আমার নির্বাচনী এলাকার কোনো মানুষ বলতে পারবেন না যে, আমি কারো কাছে সেবার বিনিয়ম টাকা নিয়েছি। এ ছাড়া দিন কিংবা রাতে যখন যার প্রয়োজন হয়েছে, আমাকে তারা পাশে পেয়েছে। ফলে দিন দিন আমার এলাকায় ও ভোটারদের মাঝে গ্রহণযোগ্যতা বেড়েই চলেছে। তাই আমার জনপ্রিয়তা হ্রাস ও আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত আছে। এরই অংশ হিসেবে ব্যবসায়ী কারণে সামান্য ইস্যু নিয়ে আমার বিরুদ্ধে একটি মামলা করা হয়।
তিনি আরও বলেন. আমার এয়ার ট্রাভেলস নামে একটি বিমানের টিকিট বিক্রির এজেন্সি আছে। এটা আমার কর্মচারিরা পরিচালনা করেন। সম্প্রতি আমার এজেন্সি থেকে নীলফামারীর মামুনুর রশিদ নামে এক ব্যক্তি সৈয়দপুর-ঢাকা যাওয়ার জন্য ১১ হাজার ২০০ টাকায় দুইটি টিকি কিনেন। পরেরদিন তিনি ওই টিকিটগুলো ফেরত দিতে চান। বিমানের টিকিটের নিয়ম অনুযায়ী তাকে কিছু টাকা কর্তন করে ফেরত নিতে বলা হয়। কিন্তু তিনি সম্পূর্ণ টাকা দাবি করেন। এ নিয়ে আমার কর্মচারির সঙ্গে সামান্য বাক-বিতন্ডা হয়। এটাকে কেন্দ্র করে তিনি নীলফামারীর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত মামলা করেন। এ মামলায় আদালত আমার বিরুদ্ধে সমনজারি করেন। এতে আমি হাজিরা না দেওয়ায় আদালত আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পারোয়ানা দেন। পরে পুলিশ গ্রেপ্তারি পারোয়ানা তামিল করতে আমাকে গ্রেপ্তার করে। ওই দিনই আদালত আমার জামিন মঞ্জুর করেন। এ ছাড়া বাদির সঙ্গে আমার মামলাটিও আপোষ হয়ে গেছে।
তিনি বলেন, বিভিন্ন অনলাইন ও প্রিন্টমিডিয়ায় আমাকে নিয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে তাতে আংশিক তথ্য প্রকাশ পেয়েছে। আমি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে আমার ভোটার, সমর্থক ও শুভাকাঙ্খিদের বিভ্রন্ত না হওয়ার জন্য অনুরোধ করছি।