জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি ঝিনাইদহ:
ঝিনাইদা জেলার কালীগঞ্জে “আমাদের সড়ক, আমাদের গাড়ি, দুর্ঘটনা মুক্ত করি” সড়ক নিরাপত্তা সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণে অংশগ্রহণ করেন যশোর-ঝিনাইদহ মহাসড়কের পার্শ্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাদিয়া জেরিন, উপজেলা নির্বাহী অফিসার কালিগঞ্জ, ঝিনাইদহ।
অদ্যা ১৭ অক্টোবর,২২ প্রশিক্ষণের সড়ক নিরাপত্তা নিয়ে আলোচনা করা হয়। যে সকল শিক্ষা প্রতিষ্ঠান উক্ত মহাসড়ক সংলগ্ন আছে, সে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকার অন্যান্য জনগণ বেশি সড়ক দুর্ঘটনার শিকার হয়।
প্রশিক্ষনে উঠে আসে যশোর- ঝিনাইদহ মহাসড়কের বারি নগর, বারোবাজার, কেয়া বাগান, কালীগঞ্জের বৈশাখী তেল পাম্প সালা ভরা এবং তেঁতুলতলা পার হয়ে চিটলের মোড়, ভাটই বাজার প্রভৃতি জায়গায় সড়ক দুর্ঘটনা বেশি হয়।
প্রশিক্ষক জানান যেখানে একটি দুর্ঘটনার ঘটে তখন একটি পরিবার শেষ হওয়ার উক্রক্রম হয়। এভাবে দেশে প্রতি বছর প্রায় ২৩ শতাংশ মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়।
প্রশিক্ষণ অংশগ্রহণকারী হাট বারোবাজার মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক জনাব রফিকুল ইসলাম বলেন, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সড়ক সচেতনতা প্রদান করা, রাস্তা চলাচলে ট্রাফিক আইন মেনে চলা সর্বপরি সর্বোচ্চ সচেতনতা সৃষ্টি করা আমাদের দায়িত্ব। তাই সকলকে এ ব্যাপারে সচেতন হওয়ার জন্য প্রশিক্ষণে বলা হয় এবং তার প্রতিষ্ঠানে বাস্তবায়নের জন্য অনুরোধ করা হয়।
প্রশিক্ষণটা বাস্তবায়ন করেন কমিউনিটির সড়ক নিরাপত্তা প্রকল্প, ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচি, সহযোগিতায়: ব্র্যাক ড্রাইভিং স্কুল প্রকল্প।
উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মইনুল হোসেন কর্মসূচি ব্যবস্থাপক ব্র্যাক নিরাপত্তা কর্মসূচি এবং গৌতম সরকার ফিল্ড কো অর্ডিনেটর।