সততা ও দক্ষতার সাথে কাজ করে যাচ্ছেন সারিয়াকান্দির মানবিক ইউএনও তৌহিদুর রহমান
মোঃ জাফরুল সাদিক,বগুড়া প্রতিনিধি :
ন্যায়-নীতি, সততা ও আদর্শ মানুষ হিসেবে এক জনকে মুল্যায়নের ক্ষেত্রে যথেষ্ট। সেসব গুনাবলীর পাশাপাশি যদি একনিষ্ঠ ভাবে কাজ করে যান প্রশাসনিক কর্মকর্তা হিসেবে তার তুলনা হয়না। এমনি এক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমান ।
সারিয়াকান্দি উপজেলায় যোগদানের পর থেকে তিনি অনেক দুঃস্থ্য ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। তিনি সরকারি অর্থে নির্মিত সকল নির্মান কাজ সরেজমিনে ঘুরে দেখেন। ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বাজার তদারকি, মোবাইল কোর্ট পরিচালনা,
অবৈধ আবাদী জমি খনন, বাল্য বিবাহ, মাদক, জুয়া,নারী নির্যাতন, সরকারি যায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা সহ সকল প্রশাসনিক কাজ দক্ষতার সাথে নিরলসভাবে করে যাচ্ছেন।উপজেলার মানুষকে দিন রাত পরিশ্রমের মধ্যদিয়ে সেবা প্রদান করে যাচ্ছেন।
২০২৩ সালের ৪ অক্টোবর সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলায় যোগদানের পর থেকেই সততা ও দক্ষতার সাথে নিরলসভাবে কাজ করে যাবার জন্য হতদরিদ্রদের পাশে থেকে জনগণের আস্থার প্রতীক হিসেবে মানুষের ভালোবাসা পাচ্ছেন ইউএনও মোঃ তৌহিদুর রহমান।
ইউএনও মোঃ তৌহিদুর রহমান সাধারণ জনগণের কাছে সরকারি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে মাঠ পর্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।সরকারি সকল সিদ্ধান্ত বাস্তবায়নসহ প্রশাসনিক সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছেন তিনি। দায়িত্বের বাহিরে গিয়েও অনেক সময় সাধারণ জনগণকে ভালো রাখার জন্য দিনরাত কাজ করছেন ।
সারিয়াকান্দি উপজেলায় যোগদানের পর থেকেই নিজের সততা আর মেধাকে কাজে লাগিয়ে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে জয় করে নিয়েছেন সারিয়াকান্দি উপজেলা বাসীর মন। অসহায় খেটে খাওয়া সাধারণ মানুষেরা নির্ভয়ে নিজের মনের কথা বলতে পারে ইউএনও এর অফিস কক্ষে গিয়ে।
তেমনি ইউএনও তৌহিদুর রহমানও ছুটে বেড়ান উপজেলার ১২টি ইউনিয়ন সহ একটি পৌরসভার সাধারন অসহায় পরিবারগুলোর জন্য সাহায্য নিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। জানতে চাইলে সাধারণ মানুষরা বলেন, সারিয়াকান্দি উপজেলার বর্তমান ইউএনও তৌহিদুর রহমান এক কথায় একজন ভালো অফিসার।
তিনি সকল কাজই সততা ও নিষ্ঠার সাথে করে যাচ্ছেন। আমরা তার কাছে কোনো কাজ নিয়ে গেলে খুব দ্রুত তিনি আমাদের সমস্যা গুলি দেখেন, এমন ইউএনও কে পেয়ে আমরা গর্বিত। সার্বিক বিষয় নিয়ে ইউএনও মোঃ তৌহিদুর রহমান বলেন, বর্তমান সরকার দেশকে সাজাতে ঘুষ-দুনীর্তি মাদক, জুয়া বাল্যবিাবহ নারী নির্যাতন বন্ধে কাউকে ছাড় দেওয়া হবে না।
সরকারের ভাবমুর্তি নষ্ট হউক এমন কোন কাজে আমি আপোষ করবো না। কাজ করলে ভুল হবেই। তবুও একজন চাকুরীজীবী হিসেবে যে কর্মস্থলে যাই না কেন, যদি নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালন করি, তাহলে ওই এলাকার উন্নয়ন হবেই। প্রশাসনের একার পক্ষে সব কাজ করা সম্ভব নয়।
এতে এলাকাবাসীকেও এগিয়ে আসতে হবে। আমি আমার জায়গা থেকে প্রতিটা কাজই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করে থাকি। সারিয়াকান্দি উপজেলাকে সুন্দর ভাবে সাজাতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।