সদর হাসপাতালে আধিপত্য বিস্তার হরিজন সম্প্রদায়ের তপন বাসফোর ও তার গুন্ডা বাহিনীর
মাটি মামুন রংপুর।।
রংপুর নগরীর সদর হাসপাতালে হরিজন সম্পদায় হেমন্তী রানীর পুত্র ১ টুটুল বাসফোর ২তপন বাসফোর ৩হেমন্তী রানী বাসফোর ও ৪ চঞ্চল বাসফোর গং এর মাদক ব্যবসা, দাদন ব্যবসা,চাঁদাবাজিসহ সন্ত্রাসী কর্মকান্ডে অতিষ্ট সদর হাসপাতাল সুইপার কলোনির বাসিন্দারা।
স্থানীয় সূত্র জানা যায়- রংপুর সদর হাসপাতালে দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা, দাদন ব্যবসা,চাঁদাবাজি চালিয়ে আসছে তপন বাসফোর। কোনো এক অদৃশ্য শক্তির দাপটে চলছে তারা। আইন শৃঙ্খলা বাহিনী দৃষ্টি আকর্ষণ করছেন সুশীল সমাজ।
সদর হাসপাতালে বাসিন্দা বাদল বাসফোর এর পুত্র রাজু চঁন্দ্র বাসফোর এই প্রতিবেদক কে জানায়।
এই মাদক ব্যবসা দাদন ব্যবসা ও চাঁদাবাজির বিরুদ্ধে
কথা বলতে গিয়ে গত ১০/৯/২০২২ ইং হেমন্তী রানীর পুত্র তপন ও তার গুন্ডা বাহিনীর হাতে হামলার শিকার হই আমি।
আমার ডান হাতের কবজিতে ধারালো অস্ত্র দিয়ে চোট দিয়ে আমার হাত দুই ভাগ করে, আমাকে গ্রুরুতরো অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অর্থসার্জারী বিভাগের ৩১ নং ওয়ার্ডে ভর্তি করেন এলাকাবাসী।
আমি হাসপাতালে ভর্তি হই গত ১০/৯/২০২২ ইং
যার রেজিঃ নং ৩৪০২/১৩, হাসপাতালে চিকিৎসা নেয়ার পর আমি কিছুটা সুস্থ্য হয়ে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় মামলা করতে গেলে রাস্তায় তপন বাসফোর ও তার গুন্ডা বাহিনী পরিত্যক্ত লক্ষী সিনেমা হলের পিছন থেকে আমাকে তুলে নিয়ে গিয়ে জানে মেরে ফেলার চেষ্টা করে।
আমি এখন হাত থাকতেও অধ্য পঙ্গু তপন বাসফোর ও তার গুন্ডা বাহিনীর কাছে আমরা অসহায় হয়ে আছি।
সাংবাদিক ভাই দের দ্বারা আমি ও আমরা সদর হাসপাতাল সুইপার কলোনির বাসিন্দারা আইন শৃঙ্খলা বাহিনীর ও মাননীয় প্রধান মন্ত্রীর কাছে অনুরোধ করছি
আমাদের কে এই তপন বাসফোর গং দের হাত থেকে বাঁচিয়ে নেন।
সদর হাসপাতাল ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর লিটন পারভেজ প্রতিবেদককে বলেন, আমি বিষয়টি জানি এবং সেখানে আইন শৃঙ্খলার অবনতি যাতে না ঘটে সেজন্য থানার কর্মকর্তাকে বিশেষ ভাবে বলা হয়েছে।
রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার তদন্ত কর্মকর্তা হোসেন আলী প্রতিবেদককে বলেন, হরিজন পল্লীতে এ ঘটনা ঘটে আমরা জানতে পেরে ঘটনাস্থলে এস আই রফিক যায় ওদের উভয় পক্ষের লোকজন ইট পাটকেল ছোড়ে, এতে এস আই রফিক গুরুতর আহত হন।
এছাড়াও তপন বাসফোর গং এর বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে তবে তারা জামিনে আছেন। তবে হেমন্তী রানীর তপন বাসফোর গং দের বিরুদ্ধে অভিযোগ দিলে আমরা বিষয়টি ক্ষতিয়ে দেখবো।