সন্দ্বীপে উপজেলা নির্বাচনকে ঘিরে সন্দ্বীপ নাগরিক কমিটির আত্মপ্রকাশ: সন্দ্বীপের রাজনীতিতে নতুন মেরুকরণ
মোঃ হাসানুজ্জামান,সন্দ্বীপ
সন্দ্বীপে রাজনীতির নতুন মেরুকরণ করতে চাই সন্দ্বীপ নাগরিক কমিটি নামক একটি সংগঠন। গত ১৭এপ্রিল সোমবার চট্টগ্রামে ওই কমিটির আত্মপ্রকাশ ঘটে। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে আহবায়ক ও হারামিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হোসেনের ছেলে সাবেক উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক নজরুল ইসলাম আকবর কে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়।
সন্দ্বীপ উপজেলা উপনির্বাচনের পূর্বে এমন একটি কমিটি গঠন রাজনৈতিক বিশ্লেষকদের কাছে পেয়েছে ভিন্নতা। এবিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক প্রবীণ এক আওয়ামী লীগ নেতা বলেন, নাগরিক কমিটির তালিকায় আওয়ামী লীগের সাবেক বর্তমান মিলেয়ে অনেক নেতাকে দেখছি।স্পষ্টত আগামী উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে এই কমিটি।
সন্দ্বীপ নাগরিক কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম চেয়ারম্যান কমিটির সত্যতা স্বীকার করে আগামী উপজেলা উপনির্বাচনে প্রার্থী দেয়ার কথা ব্যক্ত করেন। প্রার্থী নির্ধারণ করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি পরবর্তী বিস্তারিত জানাবেন বলে জানান।
কমিটির যুগ্ম আহবায়কের তালিকায় রয়েছেন
১। জনাব মাকসুদূর রহমান ফুলমিয়া চেয়ারম্যান
২। জনাব এস.এম. আনোয়ার হোসেন চেয়ারম্যান।
সদস্যের তালিকায় রয়েছেন
১। জনাব নুরুল আকতার
২। জনাব রাজিবুল আহসান সুমন
৩। জনাব সাহেদ সারোয়ার শামীম
৪। জনাব রফিকুল ইসলাম
৫। জনাব জাফর উল্যাহ টিটু
৬। জনাব মিজানুর রহমান চেয়ারম্যান
৭। জনাব হুমায়ুন কবির
৮। জনাবা লুৎফুন নাহার
৯। জনাব শাহাদাত চৌধুরী
১০। জনাব মোশারফ হোসেন লিটন
১১। জনাব আশেক এলাহী সোহেল
১২। জনাব আতিকুর রহমান ফরহাদ
১৩। জনাব মোশাররফ হোসেন আলমগীর
১৪। জনাব কামরুল হাসান খান
১৫। জনাব শাহাদাত বিল্লাহ খান মহসীন
১৬। জনাব মাহমুদুর রহমান মান্না
১৭। জনাব জাহাঙ্গীর আলম
১৮।জনাব আবদুল হান্নান