এ জেড সুজন মাহমুদ লালপুর(নাটোর)সংবাদদাতা:
নাটোরের গুরুদাসপুরে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং থানার ওসি ও সহকারী কমিশনারের (ভূমি) অপসারণের দাবিতে মানববন্ধন করেছে কর্মরত গণমাধ্যম কর্মীরা। শুক্রবার ৬ জানুয়ারি উপজেলা ত্রিমোহিনী চত্বরে ওই কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোতালেব রায়হানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সমকাল জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধ নবিউর রহমান পিপলু,প্রথম আলো জেলা প্রতিনিধি অ্যাডভোকেট মুক্তার হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার জেলা সভাপতি সালাউদ্দিন,
থানা কেন্দ্রীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এ কে আজাদ সেন্টু, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক মোয়াজ্জেম হোসেন, মডার্ন প্রেসক্লাবের সভাপতি শাহ আলম সেলিম, দর্পণ প্রতিদিন প্রতিনিধি, জামিরুল ইসলাম। তারুণ্য ডট কম এর সম্পাদক জুবায়ের আহমেদ প্রিন্স। এ সময় উপস্থিত ছিলেন আজকের
পত্রিকার প্রতিনিধি অধ্যাপক ইমাম হাসান মুক্তি, আমাদের সময় প্রতিনিধি মাজহারুল ইসলাম তিব্বত, দৈনিক জনতার প্রতিনিধি আলাউদ্দিন জালাল, দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি এহসানুল হক তুহিন, বাংলাদেশ টুডের প্রতিনিধি সজিবুল ইসলাম হৃদয়, এ জেড সুজন মাহমুদ প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন সাংবাদিক নাজমুল হোসেন তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সন্ত্রাসীদের ওসি ও এসিল্যান্ডের উপস্থিতিতে হামলার শিকার হয়েছেন। এব্যাপারে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ওই সাংবাদিকের বিরুদ্ধে মামলা দেওয়ায় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তার অপসারণ দাবি করেন তারা। বক্তারা অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় নেওয়ার দাবি জানান।